বার্সেলোনায় ফিরছেন মেসি

1 Min Read

বার্সেলোনা ক্লাবের ইতিহাসে অন্যতম সফল ফুটবলারের নাম লিওনেল মেসি। ধারাবাহিকভাবে নজরকাড়া ফুটবল খেলে স্পেনের এই ক্লাবটিকে সব ধরণের সাফল্য এনে দিয়েছিলেন তিনি। তবে ২০২১ সালে বুকে একরাশ অভিমান নিয়েই নিজের ভালোবাসার ক্লাবটিকে ছেড়েছিলেন আর্জেন্টাইন এই মহাতারকা। তারপর পাড়ি জমান প্যারিস সেইন্ট জার্মেইনে। কথা ছিল পিএসজির সঙ্গে তার চুক্তি শেষ হলে তিনি আবারও কাতালান ক্লাবটিতে ফিরবেন। বাস্তবে অবশ্য তেমনটা ঘটেনি। প্যারিস থেকে মেসি পাড়ি জমান ইন্টার মিয়ামিতে। সেই থেকে নিজের দীর্ঘদিনের ঠিকানায় আর পা ফেলেননি মেসি। তবে এবার ফিরতে চলেছেন তিনি নিজের পুরানো ঠিকানায়। বার্সেলোনায় ফিরছেন মেসি। ক্লাবের ১২৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে মাদ্রিদে আসছেন মিয়ামি তারকা। যেখানে ন্যু ক্যাম্পের ক্লাবটিতে খেলা অনেক রথি-মহারথিরা হাজির থাকবেন। সেই উৎসবে যোগ দিতে মেসিকে আমন্ত্রণ জানিয়েছেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা। আগামী ২৯ নভেম্বর বার্সেলোনার লিসেও গ্র্যান্ড থিয়েটারে সেই মিলনমেলা অনুষ্ঠিত হবে। জানা গিয়েছে, পুরোনো তীক্ততা ভুলে লাপোর্তা ব্যক্তিগতভাবে মেসিকে ১২৫তম বর্ষপূর্তির আমন্ত্রণ জানিয়েছেন। শোনা যাচ্ছে, সেদিন সেখানে একসঙ্গে দেখা যেতে পারে বার্সেলোনার কিংবদন্তি জাভি হার্নান্ডেজ, আন্দ্রে ইনিয়েস্তা, পেপ গার্দিওলার মতো রথি-মহারথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign up for our Newsletter