ইসলামাবাদ অভিমুখে ইমরান খানের সমর্থকরা, থমথমে পরিস্থিতি

4 Min Read

ইসলামাবাদ: ইমরান খানের মুক্তির দাবিতে ধুন্ধুমার পাকিস্তানে। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সঙ্গে সংঘর্ষ পুলিশ-প্রশাসনের। শুধু তাই নয়, ইমরান খানের মুক্তির দাবিতে পাক, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র-সহ বিশ্বের ৬০-এরও বেশি স্থানে বিক্ষোভ শুরু হয়েছে। বলাবাহুল্য, বর্তমানে তিনি জেলবন্দি। রয়েছেন অন্ধকার কুঠুরিতে। এই অবস্থাতে জেলের অন্দর থেকেই পাকিস্তানজুড়ে আন্দোলনের ডাক দিয়েছিলেন ইমরান খান। তারই ফলস্বরূপ প্রিয় নেতাকে জেলমুক্ত করতে রবিবার থেকে মাঠে নেমেছে পিটিআই কর্মী-সমর্থকরা। তারপর থেকে মুহুর্মুহু প্রশাসনের রোষানলেও পড়েছেন তারা। পুলিশের তীব্র দমন পীড়ন, রাস্তা অবরোধ এবং গণ গ্রেফতারের পরও ইসলামাবাদমুখী গাড়িবহর ক্রমশই এগিয়ে যাচ্ছে। আর এতে যোগ দিয়েছেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও।

তিনি বলেছেন, ইমরান খানের মুক্তি ছাড়া ঘরে ফিরবেন না। নিরাপত্তাজনিত কারণে ইসলামাবাদের অনেক জায়গায় ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। পাকিস্তানের পঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া থেকে ইসলামাবাদে আসার সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তায় বের হওয়া হাজারো হাজারো পিটিআইয়ের কর্মী-সমর্থকদের গ্রেফতার করেছে লাহোর পুলিশ। পুলিশ জানিয়েছে, যেকোনও ধরনের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই নিষেধ অমান্য করে মিছিলে বের হওয়ার জন্যই গ্রেফতার করা হয়েছে। এ দিন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী ও ইমরানের ঘনিষ্ঠ নেতা আলি আমিন গান্দাপুর ভিডিয়ো বার্তায় বলেছেন, মানুষ যেন শহরের ডি চকে জমায়েত হন। যতক্ষণ পর্যন্ত দাবিপূরণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওখানে অবস্থান করার জন্য ইমরান খান নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, ইমরান খানের জেল মুক্তির দাবিতে বিগত বেশ কয়েক মাস ধরেই সরব হয়েছে সমর্থকরা। ডি চকে তারা মিছিলের ডাক দিয়েছে। কিন্তু পাক প্রশাসনও সাফ জানিয়েছে যে, ইসলামাবাদে কোনও বিক্ষোভ-প্রতিবাদ করা যাবে না। নিয়ম ভাঙলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। ইসলামাবাদের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে মোতায়েন করা হয়েছে পুলিশ, পাক রেঞ্জার্স। একাধিক রাস্তা বন্ধও করে দেওয়া হয়েছে। হাসপাতালগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

                                 কি-পয়েন্ট

ইন্টারনেট সেবা বন্ধ পাকিস্তানে: ইমরান খানের ‘শেষ আহ্বানে’র ডাকে সাড়া দিয়ে মাঠে নেমেছে লক্ষ লক্ষ কর্মী-সমর্থকরা। আর এই পরিস্থিতিতে ইসলামাবাদজুড়ে আগে থেকেই ১৪৪ ধারা জারি করেছিল পাক প্রশাসন। এবার বন্ধ হল ইন্টারনেট পরিষেবা। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রশাসন বলেই খবর। যেসব এলাকায় নিরাপত্তার ঝুঁকি রয়েছে সেখানে মোবাইল ও ইন্টারনেট সেবা স্থগিত  রাখা হয়েছে বলেই জানা গেছে। তবে কতদিনের জন্য এ সব সেবা বন্ধ থাকবে তা জানানো হয়নি।

ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান: সংশ্লিষ্ট ঘটনাকে কেন্দ্র করে ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডি লাগোয়া সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে স্কুলগুলো বন্ধ করার ঘোষণা দিয়েছে তারা।

পাকিস্তানে  বেলারুশের  প্রেসিডেন্ট: বিক্ষোভমুখর দেশে সফরে এসেছেন বেলারুশের ৬৮ সদস্যের প্রতিনিধিদল। জানা গেছে, বেলারুশিয়ান রাষ্ট্রপতি আলেকসান্দ্র লুকাশেঙ্কোর আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরের আগে প্রতিনিধি দলটি রবিবার সন্ধ্যায় ইসলামাবাদে নেমেছে। ২০২৫-২৭’এর জন্য একটি বাণিজ্যিক রোডম্যাপ স্থাপনের জন্য সমঝোতা স্বাক্ষরের পরেই এই সফর। পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মতে, বেলারুশিয়ান প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম রাইজেনকভ। আজ তিনদিনের তিন দিনের সরকারি সফরে বেলারুশের প্রেসিডেন্টের  ইসলামাবাদে এসেছেন। তিনি এই সময় পাক সফরে এসেছেন যখন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে উত্তপ্ত দেশ।

গাজা নিয়ে আলোচনা: এ দিন গাজায় চলমান গণহত্যা ও মানবিক সংকট মোকাবিলায় ‘সমন্বিত’ পদ্ধতির আহবান জানিয়েছেন তারা। সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আর্জি জানিয়েছেন তারা। এছাড়া মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি-সহ গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন তারা। পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ফিলিস্তিনের অসহায় নারী, শিশু সর্বোপরি সকলের উদ্দেশ্যে সমবেদনা প্রকাশ করেছেন তারা। সম্মিলিতভাবে সাহায্যের আশ্বাসও দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign up for our Newsletter