ডেলি বাংলা সংবাদ শান্তিনিকেতন : সোমবার বিদ্যা ভবনের বিভাগীয় দফতরে তালা মেরে দিলেন নির্যাতিতের সহপাঠীরা। এর আগে শান্তিনিকেতন মহিলা থানায় অভিযোগ করেছেন ছাত্রীরা। পাশাপাশি, আই সি সিতেও অভিযোগ জানিয়েছেন। কর্তৃপক্ষ তাদের বক্তব্য শোনার জন্য নির্দিষ্ট তারিখও দিয়েছে। এব্যাপারে সদ্য দায়িত্ব প্রাপ্ত জন সংযোগ আধিকারিক মলয় সূত্রধর বলেন, তিনি এব্যাপারে কিছুই জানেন না। সংশ্লিষ্ট বিভাগের প্রধান ওয়াসিফ আহমেদ ফোন ধরেননি।
এদিন কয়েকজন ছাত্রী মুখ ঢেকে প্রতিবাদে সামিল হন বিনয় ভবনে। পাশাপাশি, তাঁদের সহপাঠীরা বিভাগ থেকে অভিযুক্ত অতিথি অধ্যাপক আবদুল্লা মোল্লাকে বের করে তালা মেরে দেন। সংবাদ মাধ্যমকে নির্যাতিতা ছাত্রীরা বলেন, আমাদের কেউ কেউ এই বিভাগে ছয় বছর ধরে আছি। আমরা আজকে কয়েকজন এসেছি। আগামীতে আরও ছাত্রী আসবেন। আমরা এই অধ্যাপকের বহিষ্কার চাই। এই অধ্যাপক কুইঙ্গিত করা মেসেজ ছাড়াও বাজে ভাবে আমাদের শরীরে স্পর্শ করতেন। মেসেজ করে পরীক্ষায় ব্যাক ক্লিয়ার করার জন্য কু ইঙ্গিত দিতেন। আমরা ওনার বহিষ্কার চাই। ভবিষ্যতে যেন কেউ এরকম পরিস্থিতির শিকার না হয়।
যদিও অভিযুক্ত অধ্যাপক আবদুল্লা মোল্লা হাতে মেসেজের প্রিন্ট আউট নিয়ে বলেন, দেখুন। কী খারাপ আছে? আমি বুঝতে পারছি না। এরা আমার বিরুদ্ধে কেন এমন অভিযোগ করছে। আমার মনে হয়, এদের পরীক্ষার গার্ড ছিলাম আমি। ওদের রাগ, এই বিভাগের কমপালসরি পেপারে ওরা ফেল করেছে। এই পেপারের প্রশ্ন পত্র ডিপার্টমেন্ট বানায় না এবং খাতাও দেখে না। ওরা সাজিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।