ওয়েবডেস্ক: মাত্র দু’মিনিট বাকি। তারপরেই ঢোকানো হবে চুল্লিতে। তার আগেই অদ্ভুতুড়ে কাণ্ড ঘটল রাজস্থানে। চুল্লিতে ঢোকানোর যাবতীয় প্রক্রিয়া শেষ। ঠিক সেই মুহূর্তেই নড়ে উঠল প্ল্যাস্টিক। বেরিয়ে এল হাত। খাটিয়ে থেকে উঠে বসলেন হাসপাতাল থেকে মৃত ঘোষণা করা ব্যক্তি। শুধু তাই নয়, লাশের ময়নাতদন্ত পর্যন্ত হয়েছিল বলে খবর। তাহলে কাটাছেঁড়া করা দেহ কীভাবে আবার প্রাণ ফিরে পেল? চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ♦রাজস্থানের ঝুনুঝুনুতে♦।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, রোহিতেশ নামে মানসিক ভারসাম্যহীন ও বিশেষভাবে সক্ষম এক ব্যক্তিকে ঝুনুঝুনুর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থা খারাপ থাকার কারণে আইসিইউ ভর্তি করা হয়েছিল তাঁকে। তবে এদিন কিছুক্ষণ রাখারপর চিকিৎসকরা জানান, মৃত্যু হয়েছে ওই রোগীর। শুধু তাই নয়, তার দেহ ♦ময়নাতদন্তের♦ জন্য পাঠানো হয়েছে। মূলত একটি এনজিওর তত্ত্বাবধানে ছিলেন তিনি। এদিন হাসপাতাল থেকে দেহ ফেরত পাওয়ার পর পুলিশই সৎকারের ব্যবস্থা করে। তার আগে প্রায় ৪ ঘণ্টা মর্গের ফ্রিজারে রাখা ছিল দেহটি।
কিন্তু কাহিনী অন্য জায়গায়, মানসিক ভারসাম্যহীন, ও দেহ দাবিদার কেউ নেই বলে ময়নাতদন্তের কথা বললেও চিকিৎসকরা আর ময়নাতদন্তই করেননি। নকল ময়নাতদন্তের রিপোর্ট তৈরি করে পুলিশকে দিয়ে দেয়।
চিকিৎসকদের মারাত্মক গাফিলতির অভিযোগে ওই হাসপাতালের চিফ মেডিক্যাল অফিসার ও দুই চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।