দিল্লির ভোটে কংগ্রেসকে ‘না’ আপের, ‘একলা চলো’ নীতির ঘোষণা

1 Min Read

সিরাজুল মোল্লা পোস্ট:নো ‘ইন্ডিয়া’ জোট! দিল্লি বিধানসভা ভোটে ‘একলা চলো’ নীতি অনুসরণ করবে   আপ। বলা বাহুল্য, আসন্ন ২০২৫-এর শুরুর দিকেই দিল্লির বিধানসভা নির্বাচন। রাজনৈতিক দলগুলি জোর কদমে তার প্রস্তুতি শুরু করে দিয়েছে। রবিবার এক সাংবাদিক সম্মেলনে তার প্রস্তুতি নিয়েই প্রশ্ন করা হয়েছিল কেজরিকে। আপ সুপ্রিমো বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর দল একাই লড়বে।  কংগ্রেসের সঙ্গে কোনও জোট করবে না অর্থাৎ জোট হচ্ছে না ‘ইন্ডিয়া’র সঙ্গে।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনে দিল্লিতে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে ‘ইন্ডিয়া’র শরিক হয়েছিল আপ। তবে লাভের ‘লাভ’ কিছু হয়নি। বরং খাস রাজধানীতেই ভরাডুবি হয়েছিল আপের। সবকটি আসনই নিজেদের দখলে করেছিল বিজেপি। এ বার বিধানসভা নির্বাচনের মুখে জোটে না থাকার কথা ঘোষণা করে দিলেন কেজরি। ফলে মনে করা হচ্ছে, আরও এক বার ধাক্কা খেল কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ‘ইন্ডিয়া’।

প্রসঙ্গত, সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে একদিকে মহারাষ্ট্রে মুখ থুবড়ে পড়েছে ইন্ডিয়া জোট। অন্যদিকে জোটের ওপরই আস্থা রেখেছে ঝাড়খণ্ড। এই আবহে আগামী বছর দিল্লির ভোট। নির্বাচন কমিশন এখনও পর্যন্ত নির্ঘণ্ট প্রকাশ না করলেও, ইতিমধ্যেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। তার মধ্যেই কেজরির এই সিদ্ধান্ত  এনডিএ বিরোধী জোটের জন্য বড় ধাক্কা বলে মত ওয়াকিফাল মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign up for our Newsletter