এবার লক্ষ্য বুদাউনের শামসি জামে মসজিদ, শুনানি স্থানীয় আদালতে

2 Min Read

ওয়েব ডেস্কঃ ফের মন্দির ভেঙে মসজিদ নির্মাণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হল। বাবরি সম্ভলের পর উত্তর প্রদেশের বুদাউনের শামসি জামে মসজিদ ঘিরে বিতর্কের সূত্রপাত। মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদের অঞ্চলিক সভাপতি মুকেশ প্যাটেলের দু’বছর আগের করা এক আবেদনের শুনানি করে স্থানীয় আদালত।

আটশো বছরের পুরোনো এই মসজিদটি একটি শিব মন্দির ভেঙে নির্মিত হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে। পাশাপাশি এই যুক্তি দেখিয়ে আদালতের কাছে মসজিদের জমিটি হিন্দুদের কাছে হস্তান্তর করার আবেদন জানানো হয়েছে। ২০২২ সালের ৮ আগষ্ট পিটিশনার মুকেশ প্যাটেল আদালতের কাছে এই আবেদন জানান। সেই সময় সাংবাদিকের কাছে প্যাটেল দাবি করেন, ‘কুতুবউদ্দিন আইবক দ্বাদশ শতাব্দীতে মন্দিরটি ভেঙ্গে সেখানে মসজিদ নির্মাণ করেন। আমার কাছে প্রমাণ আছে।’ তিনি বলেন, ‘মসজিদের নীচে এখনও মূর্তি, পুরনো স্তম্ভ এবং একটি গুহা রয়েছে। সার্ভে করলেই আমাদের দাবি প্রমাণ হবে বলে প্যাটেলের দাবি। অন্যদিকে বদাউন মসজিদের আইনজীবী আসরার আহমেদ সিদ্দিকী বলেন, ‘সেখানে মন্দিরের কোনো প্রমাণ নেই।’

মাওলানা শাহাবুদ্দিন রাজভি সংবাদমাধ্যমকে বলেন, ১২২৩ সালে শামস-উদ্দিন- ইলতুৎমিশ মসজিদটি নির্মাণ করেছিলেন। তাই এই মসজিদের নাম শামসি জামে মসজিদ। তিনি বলেন, বাদশাহ সুফি মতবাদে বিশ্বাসী ছিলেন। কারণ, সেই সময় সম্মিলিতভাবে মুসলমানদের নামাজ পড়ার জায়গা ছিল না। শাহাবুদ্দিন রাজভি আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যারা ইতিহাস জানে না তারা সহজেই দেশের যেকোনও মসজিদে নিজেদের অধিকার দাবি করতে পারে। যারা এই ধরনের দাবি করছেন তারা দেশের শত্রু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign up for our Newsletter