অযোধ্যার পর নতুন কোনও মন্দিরের খোঁজ পাওয়া যায়নি: সপা নেতা শ্যাম লাল

1 Min Read

অযোধ্যার পর দেশে নতুন করে মসজিদের নীচ থেকে কোনও মন্দির খুঁজে পাওয়া যায়নি। দেশে যা  ঘটছে সবটাই বিজেপির চক্রান্ত। বিস্ফোরক মন্তব্য করলেন উত্তরপ্রদেশ সপা নেতা শ্যাম লাল । সম্প্রতি সম্ভল জেলায় ভস্ম শঙ্কর নামে একটি মন্দিরের খোঁজ মিলেছে।

জানা গেছে,  ১৯৭৮ সালে একটি দাঙ্গার পর মন্দিরটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ ৪৬ বছর পর মন্দিরটি পুনরায় ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে। যেখানে লর্ড হনুমান ও শিবের বিগ্রহ পাওয়া গিয়েছে। তবে এই সব খবরকে বিজেপির ‘ষড়যন্ত্র’ বলে তোপ দেগেছেন শ্যাম লাল। তিনি স্পষ্ট জানান, অযোধ্যা ছাড়া দেশে নতুন করে মসজিদের নীচে  মন্দিরের খোঁজ পাওয়া যায়নি। সব কিছু বিজেপির চক্রান্ত। ওঁরা সাধারণ মানুষের শান্তি ছিনিয়ে নিচ্ছে। হিন্দু-মুসলিম সমীকরণের রাজনীতিতে মেতে উঠছে।

হিন্দু-মুসলিম কেউ বিপদে নেই। সত্যিকারের বিপদে রয়েছে সমাজের পিছিয়ে পড়া মানুষরা। অন্যদিকে শ্যাম লালের বিরুদ্ধে মন্দির খুলতে না দেওয়ার অভিযোগ তুলেছেন যোগী আদিত্যনাথ। ভস্ম শঙ্কর মন্দির পুনরায় খোলা প্রসঙ্গে সপার রাজ্যসভার সাংসদ রাম গোপাল যাদব জানান, সপা নেতা শ্যাম লাল কোনোদিন মন্দির খোলার বিরোধিতা করেননি।

তবে হ্যাঁ ১৯৭৮ সালে বিবিধ কারণে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের একটি গোষ্ঠী ওই এলাকা ছেড়ে পালিয়ে যায়। মূলত তারাই ওই মন্দিরে পুজো করত। এরপর থেকে ভস্ম শঙ্কর মন্দিরটির দরজা বন্ধই থেকেছে। গেরুয়া পোশাক পরিধান কারীরা সংশ্লিষ্ট বিষয়ে মিথ্যাচার করলে আমার কিছু করার নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign up for our Newsletter