সরকারি কর্মচারীদের উপর হামলা বজরং দলের

1 Min Read

ইন্দোর,২৫ ডিসেম্বর: ইন্দোর মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মীদের উপর হামলা এবং যানবাহন ভাঙচুরের একটি গুরুতর ঘটনা প্রকাশ্যে এসেছে। পৌর কর্পোরেশনের কর্মচারীদের ওপর হামলা চালায় বজরং দলের কর্মীরা। পৌর কর্পোরেশনের দল বেআইনি ঘের ভেঙ্গে অনেকগুলো গরু ধরে দুটি গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। এ সময় বজরং দলের কর্মীরা গাড়ি থামিয়ে পাথর ও লাঠিসোঁটা নিয়ে বেপরোয়া হামলা চালায়।

এছাড়াও গাড়ি ভাঙচুর করে। যদিও এই সমস্ত ঘটনাটি পুলিশের সামনেই ঘটেছে বলে জানা যায় । এই হামলায় বেশ কয়েকজন পৌর কর্পোরেশন এর কর্মচারী আহত হয়েছেন। পৌর কর্পোরেশনের ডেপুটি কমিশনার এই হামলার অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডেপুটি কমিশনার লতা আগরওয়াল বলেছেন যে, “অবৈধ আস্তাবলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে কর্পোরেশনের দল সকালে দত্ত নগর এবং সূর্যদেব নগরে পৌঁছেছিল। যেখানে বিপুল সংখ্যক বজরং দলের কর্মীরা হামলা চালায়। কর্পোরেশনের কর্মীদের মারধর ও গাড়ি ভাঙচুর করে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্বারকাপুরী থানায় এফআইআর দায়ের করা হয়েছে।”

এই পদক্ষেপের পরে বজরং দলের কর্মীরা দ্বারকাপুরি থানা ঘেরাও করে এবং কর্পোরেশনের ডেপুটি কমিশনার লতা আগরওয়ালের বিরুদ্ধে স্লোগান দেয়। এ ঘটনায় দ্বারকাপুরী থানার পুলিশ বাহিনী নীরব দর্শক হয়ে তাকিয়ে ছিল বলে জানা যায়। কোনোভাবেই পুলিশ সদস্যরা বজরং দলের উচ্ছৃঙ্খল সদস্যদের থামাতে আগ্রহ দেখায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign up for our Newsletter