আজমীর শরিফে চাদর পাঠালেন প্রধানমন্ত্রী

1 Min Read

নয়াদিল্লি, ২ জানুয়ারিঃ আগামী ৪ জানুয়ারি থেকে আজমীর শরীফে শুরু হচ্ছে ৮১৩তম উরস। সেই উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবছরও খাজা বাবার মাজারে চাদর চড়ানোর জন্য চাদর পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, কেন্দ্রীয়মন্ত্রী কিরেণ রিজিজু ও বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি জামাল সিদ্দিকির হাত দিয়ে আজমীর শরীফে এই চাদর পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী।

একদিকে যখন ধর্মান্ধ হিন্দুত্ববাদীরা দাবি করছে, আজমীর শরীফের জায়গায় আগে শিব মন্দির ছিল।  রাজস্থানের একটি আদালতে এই নিয়ে মামলাও হয়েছে। সেই আবহে প্রধানমন্ত্রীর এভাবে আজমীরে চাদর পাঠানো যথেষ্ট তাৎপর্যপূণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

এই নিয়ে ১১বার চাদর পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, শনিবার সকাল ৭টা ১৫মিনিট নাগাদ জয়পুর বিমান ব¨রে পৌঁছানোর কথা রিজিজুর। সেখান থেকে সড়ক পথে তিনি আজমীর দরগাহতে যাবেন। বেলা ১১টা নাগাদ মাজারে তাঁর চাদর চড়ানোর কথা রয়েছে। উল্লেখ্য, গত বছর প্রধানমন্ত্রীর পাঠানো চাদর আজমীর শরীফে নিয়ে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ও জামাল সিদ্দিকি। এবার অবশ্য রিজিজু ও সিদ্দিকি চাদর নিয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign up for our Newsletter