বীরভূম: বিজেপির উপ প্রধানের বিরুদ্ধে রেশনের চাল পাচারের অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। ঘটনাটি ঘটেছে শুক্রবার বীরভূমের সিউড়ি থানার কড়িধ্যায়। যদিও পাচারের অভিযোগ অস্বীকার করেছে বিজেপির ওই নেতা। পুলিশ চাল বাজেয়াপ্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে মটর ভ্যান বোঝাই করা বেশ কয়েক বস্তা চাল আটক করেন কড়িধ্যা গ্রামের কয়েকজন তৃণমূল নেতা। তাদের অভিযোগ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা নটকোন ব্যবসায়ী সঞ্জীব বাগদি সরকারি রেশনের চাল বাইরে পাচার করছিল। ওই তৃণমূল নেতাদের দাবি খাদ্য দপ্তর এর গোডাউন থেকে অসাধু যোগসাজসে খোলা বাজারে চাল চলে আসে।
সেই চাল বিজেপির ওই উপপ্রধান কিনে তা অন্যত্র পাচার করে। যদিও ওই উপ প্রধানের দাবি গ্রামের মানুষজন রেশন থেকে চাল তুলে সেই চাল তার দোকানে দিয়ে বিনিময়ে অন্যান্য লটকন সামগ্রী কিনে নিয়ে যায়। এদিকে ওই ব্যবসায়ী তো থাক উপ প্রধানের বক্তব্যকেও সমর্থন জানিয়েছেন স্থানীয় কয়েকজন মানুষজন।
এদিন সকালে স্থানীয় তৃণমূল নেতারা চাল বোঝাই ওই গাড়ি আটক করলে বিষয়টির খবর যায় সিউড়ি থানায় ঘটনাস্থলে পুলিশ এসে চাল বোঝাই গাড়িটি বাজেয়াপ্ত করে নিয়ে যায়। বিজেপির ওই উপপ্রধান সঞ্জীব বাগদী বলেন,” গ্রামের লোকজন রেশন থেকে চাল তুলে আমার দোকানে দেয় এবং তার বিনিময়ে অন্যান্য সামগ্রী নিয়ে যায়। সেই চাল জমা করে রেখেছিলাম এবং সেটা অন্যত্র বিক্রি করছিলাম এর সঙ্গে পাচারের কোন গল্প নেই। অযথা রাজনীতি করা হচ্ছে”।
সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী জানান,” বিষয়টি শুনেছি স্থানীয় মানুষজন চাল বোঝাই গাড়ি আটক করে পুলিশ বিষয়টি জানিয়েছিল। প্রশাসন বিষয়টি তদন্ত করে দেখছে”।