নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর: সংসদে নিরাপত্তা লঙ্ঘনের মামলায় গ্রেফতার হওয়া ললিত ঝা’কে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট৷ শুক্রবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের বিশেষ বিচারক হরদীপ কৌর, ললিত ঝা’কে দিল্লি পুলিশের হেফাজতের নির্দেশ দিয়েছেন৷ এদিন ললিতকে আদালতে পেশ করা হলে, সরকারি আইনজীবী জানান, তিনি (ললিত) সংসদে স্মোক বোমা অ্যাটাকের মূল পরিকল্পনাকারী এবং পুরো ষড়যন্ত্র উদঘাটনের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা দরকার ছিল। তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতেও চায় পুলিশ৷ পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন।
ললিত মোহন ঝা-এর বড় ভাই শম্ভু ঝা এর দাবি, পুরো পরিবার এখনও অবিশ্বাসের মধ্যে রয়েছে। শম্ভু সাংবাদিকদের বলেন, “আমরা জানি না সে কীভাবে এই সমস্ত কিছুতে জড়িত ছিলেন। সে সবসময় ঝামেলা থেকে দূরে থাকত। ছোট থেকেই অত্যন্ত শান্ত এবং খুব অন্তর্মুখী ছিল। আমরা এটুকুই জানতাম সে এনজিওর সঙ্গে জড়িত ছিল৷ সঙ্গে প্রাইভেট পড়াত। টিভি চ্যানেলে তার ছবি দেখে আমরা সত্যিই হতবাক৷”