হাওড়া: পঞ্চায়েত সদস্যার অস্বাভাবিক মৃত্যু। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃত্যু হয়েছে মৌসুমী পালের। ঘটনাটি হাওড়ার জগৎবল্লভপুরের ইসলামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার। মৃতের পরিবারের অভিযোগ, এই ঘটনার জন্য দায়ী স্থানীয় এক নেতা।
জানা গিয়েছে, শুক্রবার নিজের ঘর থেকে পঞ্চায়েত সদস্যা মৌসুমী পালের দেহ উদ্ধার হয়। অভিযোগ, মৌসুমীকে প্রধান করে দেওয়ার পাশাপাশি বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিযুক্ত ব্যক্তি। অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছে মৃতার পরিবার। এদিকে, অভিযুক্তের বাড়িতে পুলিশ গেলেও সেখানে তাকে পাওয়া যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ।