ঘোজাডাঙ্গা সীমান্ত ৩০০কোটির ভারতীয় পেঁয়াজ আটকে বিপাকে ব্যবসায়ীরা, ক্ষতির আশঙ্কা

2 Min Read

ঘোজাডাঙ্গা সীমান্ত ৩০০কোটির ভারতীয় পেঁয়াজ আটকে বিপাকে ব্যবসায়ীরা, ক্ষতির আশঙ্কা

ডেলি বাংলা সংবাদ, বসিরহাট:  ভারত ও বাংলাদেশের মধ্যে চুক্তি হওয়া পেঁয়াজ যেতে না পারায় সীমান্তে আটকে পণ্যবাহী ট্রাক। ক্ষতির মুখে ব্যবসায়ীরা। জানা গিয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তে ৩০ টি ট্রাকে ৪৫০ টন পেঁয়াজ আটকে রয়েছে। ক্ষতি কয়েক কোটি টাকা। এদিকে পেঁয়াজের বাজার অগ্নি মূল্য। ভারতের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে পেঁয়াজের যোগান কমেছে। লাফিয়ে লাফিয়ে অগ্নি মূল্য হচ্ছে বাজার। বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি হওয়া মহারাষ্ট্রের নাসিকের পেঁয়াজ এবার দিতে রাজী নয় ভারত সরকার। বিপাকে বাংলাদেশ সরকার। চলতি মাসের ৭ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আটকে রয়েছে ৩০টি  ট্রাক। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার ভারত ও বাংলাদেশ সীমান্তে মহারাষ্ট্রে থেকে আশা নাসিকের এইসব পণ্যবাহী ট্রাক ৪৫০ টন পেঁয়াজ নিয়ে গত ৮ দিন ধরে ভারত ও বাংলাদেশ সীমান্তে পড়ে রয়েছে এই ট্রআকগউলই।। ইতিবদ্ধ ব্যবসায়ীরা, সেই পেঁয়াজগুলো ট্রাক থেকে নামিয়ে খোলা বাজারে বিক্রি করার চেষ্টা করছে। কারণ যত সময় যাবে পচন ধরতে পারে পেঁয়াজে।  ফলে সীমান্তে আটকে থাকা কয়েকশো টন পেঁয়াজের জন্য রীতিমতো বিপাকে পড়েছে ব্যবসায়ী মহল। এই পেঁয়াজ তারা বাংলাদেশে না পাঠাতে পারলে কয়েক কোটি টাকার ক্ষতি হতে পারে। এ বিষয়ে ঘোজাডাঙ্গা আমদানি রপ্তানি সংস্থার আধিকারিকরা কোন কিছু জানাতে চাননি, তারা মৌখিকভাবে বলছেন কেন্দ্রের নির্দেশিকা আছে। তাই ট্রাক আটকে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign up for our Newsletter