স্তুত হচ্ছে আধুনিক ISRO প্রযুক্তিতে

2 Min Read

ডেলি বাংলা সংবাদ , গঙ্গাসাগর : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে গঙ্গা সাগর মেলা আন্তর্জাতিক মেলায় পরিণত হয়েছে ইতিমধ্যেই।সব ধরনের সুবিধা এই মেলায়।মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় সাগর যাত্রা সুগম হয়েছে। আর তাই প্রতি বছর গঙ্গাসাগর মেলায় লক্ষাধিক পূর্ণ যাত্রীর সমাগম ঘটে চলেছে। আর এই প্রচুর সংখ্যক পূর্ণ যাত্রীদের সামাল দিতে হিমশিম খেতে হয় রাজ্য প্রশাসনকে। তার উপর মুড়িগঙ্গা নদীর নাব্যতা কমে যাওয়ার কারনে ফেরী চলাচল ব্যাঘাত ঘটে। আর যার কারণে দিনের প্রায় ৮ থেকে ৯ ঘন্টা ভেসেল পরিষেবা বন্ধ থাকে।


তাই চলতি বছরের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই মুড়িগঙ্গা নদীতে ড্রেজিংয়ের কাজ চলছে জোর কদমে। এছাড়াও প্রাকৃতিক দূর্যোগ ও কুয়াশার কারণেও ফেরী চলাচলে ব্যাঘাত ঘটে প্রায় সময়।তাই রাজ্য সরকার এবারের গঙ্গাসাগর মেলার জন্য অস্ট্রেলিয়া থেকে অ্যান্টি ফগ লাইট আনতে চলেছে। মুড়ি গঙ্গা নদীর মাঝে তিনটি বৈদ্যুতিক পিলারে এই অ্যান্টি ফগ লাইট লাগানো হবে যাতে ভেশেল পরিষেবায় ব্যাঘাত না ঘটে।এবছরের মেলাতে প্রচুর সংখ্যক পূর্ণ যাত্রীর আশংখা করছে রাজ্য প্রশাসন। তাই গঙ্গাসাগর মেলায় ফেরী ও বাস পরিষেবা সচল রাখতে ISRO প্রযুক্তি ব্যবহার করবে রাজ্য প্রশাসন। ন্যাভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন (NavIC) সিস্টেম ISRO-এর এই সফ্টওয়্যার এর মাধ্যমে মেলায় ফেরী ও বাস গুলিকে ট্র্যাক করবে।

ন্যাভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন (NavIC) সিস্টেম চন্দ্রযান-৩ (Chandrayaan-3) মিশনে ব্যবহার করা হয়েছিল এবং আপেল আইফোন ১৫-এও এই ন্যাভিগেশন সিস্টেম (NavIC) ব্যবহার করা হয়েছে। এই ন্যাভিগেশন সিস্টেম গঙ্গাসাগর মেলায় সমস্ত ভেসেলে ও বাসে বসানো হবে। যার দ্বারা লট ৮ থেকে কচুবেড়িয়া এবং বেনুবন-চেমাগুড়ি থেকে নামখানা পয়েন্টের নদী পথে চলমান নৌকাকে সঠিক পথনির্দেশ করবে। যাতে কুয়াশার মধ্যে ও বালির চড়ায় কোনো ভেশেল ও লঞ্চ আটকে না যায়। আটকে গেলেও যাতে নিরাপদে ফিরিয়ে আনা যায়।

এবং সাতটি (INSAT satellites)ইনসাট স্যাটালাইট-এর সাহায্যে নজরদারি করা যায়।এছাড়াও ক্রাউড ম্যানেজমেন্ট সফটওয়্যার(crowd management software) নামে আরেকটি সিস্টেম (MCR)যা মেলার কন্ট্রোল রুম-এ ইনস্টল করা হবে। এই সফটওয়্যার মেলা প্রাঙ্গনে লাগানো সিসিটিভি থেকে ফুটেজ নিয়ে Ai এর মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে ওই এলাকাতে কতো জন পূর্ণ যাত্রী আছেন তার মধ্যে কতজন পুরুষ ও কতজন মহিলা এবং কতজন শিশু তা সঠিকভাবে নির্ণয় করবে।আর এই আধুনিক প্রযুক্তি নিয়ে ব্যস্ত প্রশাসন এখন সাগরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign up for our Newsletter