বুকের উপর দাঁড়িয়ে ‘তাণ্ডব’, লোকালয়ে হাতির হানায় প্রাণহানি রাজমিস্ত্রির

1 Min Read

শিলিগুড়ি: লোকালয়ে তাণ্ডব দলছুট গজরাজের। উত্তরবঙ্গে ফের হাতির হানায় প্রাণহানি। মৃত্যু হল এক রাজমিস্ত্রির। এই ঘটনায় বাগডোগরার ভুজিয়াপানি গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া এলাকায় নেমেছে শোকের ছায়া।


শনিবার সকালে টুকুরিয়াঝার জঙ্গল থেকে শিলিগুড়ি সংলগ্ন আপার বাগডোগরার ভুজিয়াপানি গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া এলাকায় ঢুকে পড়ে একটি দলছুট দাঁতাল। বনদপ্তরের প্রাথমিক অনুমান, খাবারের খোঁজেই হাতিটি লোকালয়ে ঢুকে পড়েছিল। প্রথমে দাঁতালটি লোকালয়ে ঢুকে বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায়। এরপর অলিগলি দিয়ে যাওয়ার সময় আচমকা হাতিটির সামনে চলে আসেন দিলীপ রায় নামে এক ব্যক্তি। তিনি পেশায় রাজমিস্ত্রি।

পালানোর পথ না পাওয়ায় হাতিটি ধরে ফেলে তাঁকে। বুকের উপর উঠে দাঁড়িয়ে পড়ে দাঁতাল। ঘটনাস্থলেই মৃত্যু হয় দিলীপ রায়ের। হাতিটি সামনে থাকা একটি চারচাকা গাড়িতেও হামলা চালায়। দাঁত ঢুকিয়ে শুঁড় দিয়ে তুলে গাড়িটিকে আছাড় মারার চেষ্টা করে। সেই সময় গাড়িতেই ছিলেন চালক। স্বাভাবিকভাবেই গাড়িতে থাকা চালকও আহত হন। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা। তাঁরা পৌঁছে হাতিটিকে জঙ্গলে ফেরানোর ব্যবস্থা করে। পাশাপাশি বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign up for our Newsletter