পীর মুফতী মাও: মোহা: ইমরান উদ্দিন সিদ্দিকী আল কুরাইশী সাহেব একজন যোগ্য পিতার যোগ্য সন্তান।

1 Min Read

পীর মুফতী মাও: মোহা: ইমরান উদ্দিন সিদ্দিকী আল কুরাইশী সাহেব একজন যোগ্য পিতার যোগ্য সন্তান হিসেবে সমাজ  ও জাতির কল্যাণে নিরবে কাজ করে যাচ্ছেন। একদিকে তিনি হাজার হাজার মানুষকে যেমন আধ্যাত্মিক শিক্ষা প্রদান করছেন, অন্যদিকে মাদ্রাসা, এতিমখানা, খানকা শরীফ, লেখা লেখনি প্রকাশনীর কাজে নিজেকে সর্বদা নিমজ্জিত রেখেছেন। তিনি কতটা ধর্ম প্রাণ,সততা- নিষ্ঠা আদর্শবান একজন মানব সেবক তাঁকে কাছ থেকে না দেখলে কিংবা তাঁর সংস্পর্শে না থাকলে তাঁর সম্পর্কে অনেক কিছু অজানা থেকে যায়। তিনি নিজেকে মানব সেবায় বিলিয়ে দিতে কখনো কার্পণ্য বোধ করেন নি। আল্লাহ হুজুরের হায়াত দারাজ করুন আমীন সুম্মা আমীন।

আজ ভাঙ্গরে পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর(রঃ) নামে প্রতিষ্ঠিত খানকা শরীফে অসহায় দরিদ্র প্রতিবন্ধী বাচ্চাদের বিশেষ গাড়ী প্রদান করেন। এবং সব শ্রেণীর মানুষ একসঙ্গে কম করে ১২০০ জন ইফতার করেন। তিনি  গাজাবাসি সহ সমগ্র মুসলিম জাতির জন্যে দুআ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign up for our Newsletter