ডেলি বাংলা সংবাদ বাংলার স্কুল ও মাদ্রাসায় এগিয়ে এল গরমের ছুটি। এবার গরমের ছুটি থাকবে ২২দিন। এমনই নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দফতর ও মাদ্রাসা শিক্ষা পর্ষদ। এদিকে গ্রীস্মের ছুটির আগেই প্রচন্ড দাবদাহের কারণে সকালে স্কুল করার নির্দেশিকা দিয়েছে জেলা প্রাথমিক স্কুল পরিদর্শকের দফতর।
ভোটের জন্যই মূলত গরমের ছুটি বাড়ল বলে মনে করা হচ্ছে। এবার মাদ্রাসা ও স্কুলে ২২ দিন থাকবে গরমে ছুটি। ৬ মে থেকে ২ জুন পর্যন্ত গরমের ছুটি থাকবে। অর্থাৎ আগে ৯ মে থেকে গরমের ছুটি পড়ার কথা ছিল। কিন্তু এবার সেই গরমের ছুটি কিছুটা এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হল বাংলার সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা অনুসারে এই নয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জেরে স্কুলগুলিতে ৬ মে থেকেই টানা ২২ দিন ছুটি থাকবে।
একে তো গরমের তীব্রতা শুরু হয়ে গিয়েছে। তার উপর ভোটের উত্তেজনাও ক্রমশ বাড়ছে বঙ্গে। সব মিলিয়ে গরমের ছুটি এগিয়ে এলে আখেরে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা সকলেরই সুবিধা হবে। আর মে মাসে সেখানকার একাধিক জেলাতে বিরাট গরম পড়ে এমনটা নয়। সেক্ষেত্রে অসন্তোষটা থেকেই যেতে পারে। তবে সামগ্রিক পরিস্থিতিতে এই গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার জেরে স্বস্তি পাবেন বহু পড়ুয়া।