ইভিএম নয়, ব্যালট চাই, আইনজীবী মেহমুদ প্রাচার আবেদন গ্রহণ করল সুপ্রিম কোর্ট

1 Min Read

ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম বাদ দিয়ে সব ধরনের ভোট ব্যালট পেপার ও ব্যালট বাক্সের মধ্য দিয়েই করতে হবে কেন না ইভিএম নির্বাচন বিধির বিরোধী। এই মর্মে একটি আবেদন সুপ্রিম কোর্টে বেশ করেছেন বর্ষীয়ান আইনজীবী মেহমুদ প্রাচা। সুপ্রিম কোর্ট সেই আর্জি গ্রহণ করেছে। নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে জবাব চাওয়া হচ্ছে। মেহমুদ প্রাচার যুক্তি, রিপ্রেজেনটেশন অব পিপল অ্যাক্ট ১৯৫১ এবং কনডাক্ট অব ইলেকশান রুলস ১৯৬১-তে উল্লেখ রয়েছে একমাত্র ব্যালট পেপারের মাধ্যমেই ভোট করাতে হবে। আইনে একমাত্র নিয়ম ব্যালট পেপার ও ব্যালট বক্সের মাধ্যমেই ভোট করানোর, সেজন্য সব নির্বাচন ইভিএম বাদ দিয়েই ব্যালটের মাধ্যমেই করানো হোক।

সুপ্রিম কোর্টে কয়েকদিন আগে একটি আর্জি দাখিল হয়েছে ভিভিপ্যাট স্লিপ একশো শতাংশ করা হোক বিধানসভা কেন্দ্র পিছু পাঁচটি যাচাই করার বদলে। সেই মামলা পেন্ডিং রয়েছে। সেই মামলার সঙ্গে মেহমুদ প্রাচার আর্জি যুক্ত করা হয়েছে। নির্বাচন কমিশন তাদের অভিমত জানাবে।

উল্লেখ্য, মেহমুদ প্রাচা এবার লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রামপুর কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন। দিল্লি বার কাউন্সিলের সদস্য প্রাচা ১৯৮৮ সাল থেকে প্র্যাকটিস করছেন। তাঁর হয়ে সুপ্রিম কোর্টে দাঁড়িয়েছেন আইনজীবী যতীন ভাট এবং আর সিকান্দার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign up for our Newsletter