Madhyamik Results 2024: এপ্রিলের মধ্যেই মাধ্যমিকের রেজাল্ট? লাখ-লাখ পরীক্ষার্থীকে নম্বর দেওয়া নিয়ে বড় নির্দেশ পর্ষদের!

1 Min Read

এপ্রিল মাসের মধ্যেই মাধ্যমিকের রেজাল্ট? সোমবার শিক্ষকদেরকে পরীক্ষার্থীদের খাতায় নম্বর সংশোধনের শেষদিন ধার্য করে দিল পর্ষদ। মাধ্যমিকের নম্বর সংশোধন করতে ফের পরীক্ষকদের সুযোগ দিল মধ্যশিক্ষা পর্ষদ। একাধিক পরীক্ষার্থীর নম্বরে হেরফের রয়েছে বলে মূল্যায়নে ধরা পড়েছে। তার জেরেই ফের অনলাইনে নম্বর পুনর্মূল্যায়ন করতে নির্দেশ পর্ষদের।

মূলত ত্রুটিমুক্ত নম্বর ছাত্র ছাত্রীদের দেওয়ার জন্য এই পদক্ষেপ করল পর্ষদ। আগামী ১৬ এপ্রিল সকাল ৬ টা থেকে ১৮ এপ্রিল দুপুর ২ টো পর্যন্ত এই সুবিধা দেওয়া হয়েছে পর্ষদের তরফে। মূলত কোন কোন পরীক্ষার্থীর নম্বর নিয়ে অভিযোগ রয়েছে, সেই পরীক্ষার্থীদের উত্তরপত্রগুলি ফের মূল্যায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign up for our Newsletter