আকাশ থেকে মাছবৃষ্টি! অদ্ভূত ঘটনা ইরানে

2 Min Read

ডেলি বাংলা সংবাদ:  আকাশ থেকে পড়ছে মাছ! অবাক হলেও সত্যি, এমনই অদ্ভূত ঘটনার খবর শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। (এই ঘটনার সত্যতা যাচাই করেনি পুবের কলম ডিজিটাল ডেস্ক)। দেখা গিয়েছে যে একটা চৌমাথার মতো রাস্তায় কয়েকটি গাড়ি দাঁড়িয়ে আছে। তারই মধ্যে আকাশ থেকে টপাটপ রাস্তায় জ্যান্ত মাছ এসে পড়ছে। রাস্তায় পড়ে ছিটকে উঠছে মাছগুলি। জল থেকে মাছকে তুলে ডাঙায় তুলে রাখলে যেমন হয়,  সেরকমভাবেই ছিটকে উঠতে থাকে। এক ব্যক্তিকে হাতে সেই মাছও তুলে নিতে দেখা গিয়েছে।

সেই ভিডিয়ো পোস্ট করে এক নেটিজেন বলেন, ‘আচমকা ইরানে মাছ বৃষ্টি হল। ইরানের ইয়াসুজ এলাকায় বৃষ্টি হওয়ার পরেই রাস্তায় মাছ পড়তে দেখা গিয়েছে। মাছ পড়তে গিয়েছে শহরের রাস্তায়। তবে কারণ এখনও জানা যায়নি।’ অপর এক নেটিজেনও সেই ভিডিয়ো শেয়ার করে বলেন, ‘টর্নেডোর কারণে এই অভাবনীয় ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। সমুদ্র থেকে ওই মাছগুলিকে তুলে নিয়ে আসে টর্নেডো। ছুড়ে দেয় আকাশে। তারপর সেগুলি রাস্তায় পড়েছে বলে মনে করা হচ্ছে।’

ঘটনা সম্পর্কে বিশেষ কিছু না জানা গেলেও রিপোর্ট অনুযায়ী ইরানের ইয়াসুজ এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছিল। সেইসময় ‘মাছ বৃষ্টি’-র ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞদের মতে, আকাশ থেকে মাছ পড়েছে বলাটা ঠিক হবে না। কারণ ঝড়ের তাণ্ডবে কোনও জলাশয় বা সমুদ্র থেকে উড়ে এসে রাস্তায় পড়েছে। আর যেখানে ওই ‘মাছ বৃষ্টি’ ঘটেছে বলে দাবি করা হচ্ছে। যা উপকূল থেকে মোটামুটি ২৮০ কিলোমিটার দূরে অবস্থিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign up for our Newsletter