বাস কন্টাকটারের কন্যা মুসকান ডাক্তার হয়ে সমাজ সেবা করতে চায়

1 Min Read

ডেলি বাংলা সংবাদ: অভাবের সংসার থেকে মেয়ের স্বপ্ন পূরণ সম্ভব নয়। তাই স্বপ্ন দেখেছিলেন জিডির তত্ত্বাবধানে মেধাবী কন্যাকে ডাক্তার হিসেবে গড়ে তোলার। সেই স্বপ্নপূরণের প্রথম ধাপে এ বছরের মাধ্যমিক পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে আল মোস্তফা গার্লস মিশনের কৃতি মেধাবী মুসকান হালদার। উত্তর ২৪ পরগনার বসিরহাটের কোড়াপাড়ার আল মোস্তফা গার্লস মিশন হাই স্কুলের এবছরের মাধ্যমিকের সর্বোচ্চ প্রাপকের নাম মুসকান হালদার।

তার প্রাপ্ত নম্বর ৬৭০ মুসকানের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে। ওর বাবা আব্দুল মাবুদ হালদার নুরপুর পাথরপ্রতিমা রুটের বাস কন্টাকটার। মা রিজিয়া বিবি একটি ছোট কেজি স্কুলে পড়ান।

মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন তাদের। মুসকান ইতিমধ্যে জিডির এমক্যাট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিজ্ঞান বিভাগ নিয়ে ভর্তি হয়েছে জিডি একাডেমিতে। ডাক্তার হয়ে ও বাবা-মার স্বপ্নপূরণের পাশাপাশি নিজের স্বপ্ন সমাজকে সেবা করা। সেই লক্ষ্যেই পড়াশোনার দিকে জোর নজর দিয়েছে মুসকান। মাধ্যমিক পরীক্ষায় ওর এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন আল মোস্তফা গার্লস মিশন হাই স্কুলের সম্পাদক আরসাদুর রহমান সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign up for our Newsletter