জামিয়া রহমানিয়ার মুখ
উজ্জ্বল করল বাগবুলরা
ডেলি বাংলা সংবাদ : এবারে পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় অনেক মেধাবী ছাত্র তুলনামূলক ভালো। ফলাফল করলেও তাহারা অন্ধকারে রয়ে গেছে। মাদ্রাসার পড়ুয়ারা যে অনেক ভাল ফলাফল
করেছে তাদের মধ্যে ইলিয়াস গাজী ফাজিল পরীক্ষায় ৪৯৭ পেয়ে জামিয়া রাহমানিয়া প্রতিসঠানকে সমৃদ্ধ করেছে সেটা বলাইবাহুল্য।
ইলিয়াসের পিতা আজিজুর
রহমান মহজিদের পেশ ঈমাম।চারভাইবোনের মধ্যে মধ্যম সন্তান বাগবুল যোগ্য এক শিক্ষক
হয়ে ছাত্র সমাজকে উজ্জিবীত করতে আগ্রহী। অন্যদিকে বাগবুল মন্ডল এবার একই প্রতিষ্টান থেকে
আলিম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৭৪১ নম্বর পেয়ে।বাগবুল নিজেও একজন শিক্ষক হতে চায়।
ভবিষ্যতে নতুন প্রজন্ম কে শিক্ষার আলোয় আলোকিত করার ইচ্ছা বাগবুলের। আসলেই যে প্রতিসঠানে এই মেধাবী ছাত্ররা সুনামের সঙ্গে
কৃতকার্য হয়েছে সেই ঐতিবাহী প্রতিষ্ঠানের কর্নধার হলেন বাংলার বিখ্যাত আলেম হযরত মাওলানা
মুফতী আব্দুল কাইয়ুম সাহেব। অনাথ,অসহায় ছাত্র
ছাত্রীদের নিয়ে এই বাংলায় কয়েকশ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কারিগর। মহিলার শিক্ষা বিস্তারের
ক্ষেত্রেও মুফতি সাহেব এবং তাঁর সংস্থা অসামান্য অবদান রেখেছেন। চলতি বছরে সেখ মিজান আলিমে ৭৩৫, মোস্তাফিজুর রহমান ৭৩৫,ফাজিলে হাসানুজ্জামান বিশ্বাস ৪৮৭ ও আকরামুল মোল্লা
৪৭৯ নম্বর পেয়ে সাফল্য পেয়েছে।বহু অমুসলিম পড়ুয়ারা মাদ্রাসা পরীক্ষায় ভাল সাফল্য পেয়েছে।আসলে একাংশ মানুষ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ওপর যে আঙ্গুল তুলে অপবাদে কাঠগড়ায়
দাঁড় করান,সেটা থেকে কিছুটা শিক্ষা পেতেই পারেন।