৩ জুন খুলতে পারে রাজ্যের স্কুল-মাদ্রাসা

1 Min Read

বন্ধ থাকলেও অনেক স্কুলের ভরসা অনলাইনে ক্লাস। তবে মাদ্রাসা ও অনেক স্কুল আবার হোম টাক্স দিয়েই ক্ষান্ত। বাড়িতে পড়ুয়ারা ঠিকঠাক পড়াশোনা করছে কী না। এই নিয়ে দীর্ঘদিন ধরে ৯০ শতাংশ স্কুল  কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই। শিক্ষকদের অনেকেই আবার এই ছুটিতে অন্য কাজের সঙ্গে নিজেকে নিযুক্ত রেখেছেন বলেও অভিযোগ। তবে হিন্দু, হেয়ার, টাকি সহ কলকাতার অনেক স্কুলের শিক্ষকরা অনলাইনে পড়ুয়াদের পড়াশোনার মধ্যে ধরে রা’তে মরিয়া রয়েছেন।

একে তো সরকারি স্কুলে পড়ুয়ার সংখ্যা কমছে। পাশাপাশি আবার টানা ছুটি পড়েছে। এর জেড়ে পড়ুয়াদের অনেকেই পড়াশোনার প্রতি আগ্রহ কমছে বলেও অভিযোগ।

এই বিষয়ে হিন্দু স্কুলের প্রধান শিক্ষক শুভ্রজ্যোতি দত্ত বলেন, স্কুল বন্ধ, রয়েছে। তবে শিক্ষকদের অনেক সময় স্কুলে আসতে হচ্ছে। গরমের জন্য স্কুল বন্ধ রাখা হয়েছে। তবে সেখানে গরম কিছুটা কমেছে।

অন লাইন ক্লাস হচ্ছে। কিন্তু মূল ক্লাসের বিকল্প হতে পারে না। তাই যত তাড়াতাড়ি স্কুল খোলা হবে, তত তাড়াতাড়ি ফিজিক্যালি ক্লাস শুরু করা সম্ভব হবে।

৪ জুন লোকসভা ভোটের ফলাফল। আর তার আগের দিন অর্থাৎ ৩ জুন খুলতে পারে স্কুল-্মাদ্রাসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign up for our Newsletter