ল্যাব এর তরফ থেকে হাজী সাহেবদের বিশেষ সংবর্ধনা

1 Min Read

ল্যাব এর তরফ থেকে হাজী সাহেবদের বিশেষ সংবর্ধনা

পশ্চিমবাংলা থেকে শুরু হয়েছে 2024 সালের হজ্ব যাত্রা, একের পর এক ফ্লাইট উড়ে যাচ্ছে হজের উদ্দেশ্যে, সেই হাজী সাহেবদের বিদায় জানাতে এবং সংবর্ধনা দিতে হাজির হলেন পশ্চিমবাংলায় আলোড়ন সৃষ্টিকারী সংগঠন লেকচারার্স এসোসিয়েশন অফ বেঙ্গল (ল্যাব )।

ল্যাবের পক্ষ থেকে হাজী সাহেবদের ও পশ্চিমবঙ্গ রাজ্য হজ্ব কমিটির E.O জনাব মোঃনকি সাহেবকে বিশেষ ভাবে সংবর্ধনা জ্ঞাপন করা হলো।

পশ্চিমবঙ্গ রাজ্য হজ্ব কমিটির E.O জনাব মোঃনকি সাহেব

এদিন সংবর্ধনা জানাতে ল্যাবের একগুচ্ছ আলেম উলামারা উপস্থিত হন রাজারহাট নিউটাউন মদিনাতুল হুজ্জাজে,

ল্যাবের অন্যতম সদস্য মাওলানা আফতাব উদ্দিন ফতেহি সাহেব হজের উদ্দেশ্যে রওনা দেন, বাংলার বিশিষ্ট ইসলামী স্কলার মুফতি ডঃ আরিফুর রহমান সাহেব এবং আরও অনেকই হজের উদ্দেশ্যে রওয়ানা দেন সকলকে বিশেষ ভাবে সংবর্ধনা জ্ঞাপন করা হয়,

উপস্থিত ছিলেন ল্যাব এর অবজারভার পীরজাদা মোহেব্বুল্লাহ হুসাইনি সাহেব,
এডভাইজার মুফতি আব্দুল হাকিম সাহেব,
ল্যাবের প্রেসিডেন্ট ডা: মাও: আব্দুল্লাহিল মারুফ আমিনী,
সেক্রেটারিমাওঃ সাদ্দাম হোসেন যুক্তিবাদী, ভাইস প্রেসিডেন্ট মাওঃ জামাল উদ্দিন বিন ইব্রাহিম,
অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুফতি সেবগাতুল্লাহ সাহেব, এডভাইজার ক্বারী জাবেদ আলি সাহেব সহ ল্যাবের অন্যান্য ইসলামীক স্কলার গনেরা, সকলেই হাজী সাহেবদের যাত্রা পথের নিরাপত্তা এবং হজের সমস্ত হুকুম আহকাম যাতে সুস্থ ভাবে সম্পন্ন করতে পারে তার জন্য বিশেষ দোওয়া করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign up for our Newsletter