১০৪ বছর বয়সে হজ! সবচেয়ে বয়স্ক হজযাত্রী

1 Min Read

মক্কা, ৮ জুন: ১০৪ বছর বয়সে পবিত্র হজ পালনে সউদি আরব গিয়েছেন কাজিমিয়া হাতিম নামের এক নারী। এবারের হজের সবচেয়ে বয়স্ক হজযাত্রী হিসেবে ধরা হচ্ছে ইরাকের এ বৃদ্ধাকে। গত ২৫-মে মদিনার কিং আব্দুল-আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সউদিতে প্রবেশ করেন কাজিমিয়া হাতিম। বিমানবন্দরেই তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপর থেকে শতবর্ষী এ বৃদ্ধার সঙ্গে রয়েছেন ইরাকি এজেন্ট আলী আবদ আল-রিদা। তাঁরা আল-হারামাইন ট্রেনে করে এক মক্কা থেকে মদিনায় গেছেন। মদিনায় নেমে ইরাকি এই নারী হজযাত্রী মসজিদে নববীতে যান। এজেন্ট আলী আবদ আল-রিদা বলেছেন, ‘কাজিমিয়া হাতিম হজে আসার জন্য বদ্ধপরিকর ছিলেন। তাঁর হজে আসার বিষয়টি ইরাকি হজ মিশন এবং সাধারণ ইরাকিদের জন্য একটি আনন্দের ও গর্বের বিষয়।’ আল-রিদা জানান, শারীরিকভাবে ভালো এবং সুস্থ আছেন কাজিমিয়া হাতিম। তবে তাঁর ওপর সবসময় নজর রাখা হচ্ছে। খাতিমিয়া হাজিম জানিয়েছেন, হজে আসতে পেরে বেজায় খুশি তিনি। এ বছর হজ করতে ইরাক থেকে ৩৩ হাজার মুসলিম সউদিতে যাবেন বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign up for our Newsletter