দিল্লির কোচিং সেন্টারে ৩ পড়ুয়ার মর্মান্তিক মৃতুতে কড়া প্রশাসন, বুলডোজার অ্যাকশনে MCD

2 Min Read

নয়াদিল্লি, ২৯ জুলাই: দিল্লির কোচিং সেন্টারে জলে ডুবে ৩ পড়ুয়ার মৃত্যুর পর কড়া হল প্রশাসন। সোমবার দিল্লিতে শুরু বুলডোজার অ্যাকশন। সোমবার সকাল থেকে পুরনো রাজেন্দ্রনগর এলাকায় একাধিক বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করে দিল্লি পুর কর্পোরেশন (MCD)। দিল্লি পুলিশের অনুমতিতেই বুলডোজার দিয়ে গুঁড়িয়ে ফেলা হচ্ছে এই ভবনগুলো। অবৈধ নির্মাণ ভাঙার পাশাপাশি ফুটপাত দখলমুক্ত করা এবং নতুন করে নিকাশি নালা মেরামতের কাজ শুরু করা হয়েছে। যাতে জল জমার ঘটনা এড়ানো যায়। পাশাপাশি পুরসভা এলাকার ১৩টি সিভিল সার্ভিস কোচিং ইনস্টিটিউটের বেসমেন্ট সিল করে দেওয়া হয়েছে। এদিকে বেসমেন্টে ডুবে তিন পড়ুয়ার মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারই বেসমেন্টের মালিক ও এক গাড়ি চালকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।


উল্লেখ্য, দিল্লির রাজেন্দ্রনগরে জলমগ্ন কোচিং সেন্টারের বেসমেন্টের জলে ডুবে ৩ ইউপিএসসি পড়ুয়া মৃত্যু হয়। জানা যায়, টানা বৃষ্টির জেরে শনিবার আইএএস কোচিং সেন্টারের বেসমেন্টে জল জমে যায়। সন্ধ্যা বেলায় প্রথমে তিন পড়ুয়ার নিখোঁজ হওয়ার খবর পায় পুলিশ। রাতে তল্লাশি চালিয়ে দুই ছাত্রীর মৃতদেহ উদ্ধার করলেও অন্য একজন নিখোঁজ ছিল। এদিন ওই পড়ুয়ার মরদেহ উদ্ধার হয়। প্রায় তিন ঘণ্টা বেসমেন্টে আটকে ছিলেন তিন পড়ুয়া। এরপর সাড়ে সাতটা নাগাদ পুলিশের কাছে খবর যায়। ঘটনার পর দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী সমাজ মাধ্যমে লিখেছেন, একটানা ভারি বৃষ্টিতে রাজেন্দ্র নগরে জল জমে এই দুর্ঘটনা ঘটেছে। দিল্লির মেয়র ঘটনাস্থলে রয়েছেন। ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign up for our Newsletter