শিলচর, ২১ নভেম্বর: প্রতিবেশী রাজ্যের আগুনের আঁচ যাতে এসে না পড়ে তার জন্য সিল করে দেওয়া হল কাছাড়ে অসম-মণিপুর সীমান্ত। বুধবার রাত থেকে এমন সিদ্ধান্ত নিয়েছে কাছাড় প্রশাসন। একইসঙ্গে জিরিঘাটে একটি কমান্ডো ব্যাটেলিয়ন মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নদীপথেও রিভার পেট্রোলিং করছে কাছাড় পুলিশ। বৃহস্পতিবার জিরিঘাট সীমান্তে গিয়ে টহলদারি ব্যবস্থা খতিয়ে দেখেছেন এসপি নুমল মাহাতো, এএসপি সুব্রত সেন-সহ জেলা পুলিশের শীর্ষ কর্তারা। একইভাবে তাঁরা লায়লাপুরে অসম-মিজোরাম সীমান্তেও যান।
প্রসঙ্গত, অসমের সঙ্গে মণিপুরে রয়েছে ২০৪.১০ কিলোমিটার সীমান্ত। এর মধ্যে কাছাড়ের সঙ্গে রয়েছে ১৩০.৬০ কিলোমিটার। মণিপুরে অশান্তির কারণে কুকি মণিপুরিরা জিরি নদী পেরিয়ে কাছাড়ে আশ্রয় নিচ্ছিল। সেটা বন্ধ করতেই সীমান্ত সিল করা হল। অন্যদিকে বুধবার পুলিশ কর্তারা শিলচর সদর থানায় শহরের বিভিন্ন হোটেলের ম্যানেজারজের নিয়ে একসভা করে। সেখানে হোটেল ম্যানেজারদের জানিয়ে দেওয়া হয় মণিপুর ও নিজোরাম থেকে কোনও ভোটার এলে সঙ্গে সঙ্গে যেন পুলিশকে জানানো হয়।