বাড়ি ফিরছেন নিয়োগ দূর্নীতি কাণ্ডে ধৃত অর্পিতা মুখোপাধ্যায়। বৃহস্পতিবার বিশেষ আদালত অর্পিতাকে পাঁচ দিনের জন্য প্যারোলে মুক্তির নির্দেশ দিয়েছে।
জানা গেছে, বুধবার রাতে মাতৃবিয়োগ হয়েছে অর্পিতার। মায়ের মৃত্যুর খবর পাওয়ার পর বৃহস্পতিবার প্যারোলে মুক্তির আবেদন করেন তিনি। তার সেই আবেদন মঞ্জুর হয়েছে বলেই খবর। এ দিনই বাড়ি ফিরবেন বলে জানা গেছে।
২০২২ সালের ২৩ জুলাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অর্পিতাকে গ্রেফতার করে। তিনি রাজ্যের তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত।
নিয়োগ দূর্নীতির তদন্তে সেদিন ইডি অর্পিতার নামে থাকা টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে তল্লাশি চালায়। টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা। অন্যদিকে সেই বছরই তার কয়েকদিন পরে ২৭ জুলাই বেলঘরিয়ার ফ্ল্যাট দুটি থেকে উদ্ধার হয় নগদ ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। সঙ্গে প্রচুর গয়না, বিদেশি মুদ্রাও উদ্ধার হয় বলে খবর। অর্পিতার নামে থাকা দু’জায়গার ফ্ল্যাট থেকে মোট ৪৯ কোটি ৮০ লক্ষ টাকা, ৫ কোটি ৮০ লাখ টাকা মূল্যের গয়না উদ্ধার হয়। সঙ্গে উদ্ধার হয় বিদেশি মুদ্রা।
নিয়োগ দুর্নীতি মামলা এখনও আদালতের বিবেচনাধীন। গ্রেফতারের পর কেটে গেছে প্রায় দু’বছর চার মাস। এই মামলায় অর্পিতার পাশাপাশি গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অর্পিতার মৃত মা বেলঘরিয়ায় থাকতেন বলে জানা গেছে। তাঁর অন্ত্যেষ্টি ও পারলৌকিক ক্রিয়ায় যোগদানের জন্য প্যারোল মঞ্জুর করা হয়েছে