থাইল্যান্ডে ভারী বন্যায় ৯ জনের মৃত্যু

1 Min Read

ব্যাংকক: দক্ষিণ থাইল্যান্ডে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যায় নয়জনের মৃত্যু হয়েছে। বন্যার জেরে ১৩ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। প্রশাসন জানিয়েছে, উদ্ধারকারী দলগুলো নৌকা এবং জেট স্কি ব্যবহার করে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধারের চেষ্টা করছে। স্থানীয় মিডিয়া ফুটেজে দেখা গিয়েছে, বুক পর্যন্ত গভীর ঘোলা জলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে বাসিন্দারা। বন্যার রাস্তায় গাড়ি ডুবে আছে। দেশটির দুর্যোগ মোকাবিলা দফতর জানিয়েছে, ‘দক্ষিণ থাইল্যান্ডের আটটি প্রদেশ জুড়ে বন্যায় পাঁচ লাখ ৫৩ হাজার ৯২১টি পরিবারকে ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে নয়জনের মৃত্যু হয়েছে।’ ১৩ হারেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। স্কুল এবং মন্দিরগুলোতে অস্থায়ী আশ্রয়কেন্দ্র করা হয়েছে। সরকার ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তার জন্য উদ্ধারকারী দল মোতায়েন করেছে এবং প্রতিটি প্রদেশের জন্য পর্যপ্ত ত্রাণ পাঠানো হয়েছে। থাইল্যান্ডের আবহাওয়া অধিদফতর সতর্ক করেছে যে খুব ভারী বৃষ্টি আগামী সপ্তাহ পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় প্রভাব ফেলতে পারে। এদিকে দেশটির প্রধানমন্ত্রী পায়েংটার্ন সিনাওয়াত্রা এক্স-এ বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিকতা পুনরুদ্ধার করাই তাদের লক্ষ্য।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign up for our Newsletter