হাসিনাকে ‘ফেরত’ চেয়ে ভারতকে চিঠি বাংলাদেশের

2 Min Read

ওয়েব ডেস্কঃ হাসিনাকে ফেরত চাই। ভারতকে কূটনৈতিক চিঠি পাঠাল বাংলাদেশ। সোমবার প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রত্যপর্ণের তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশের তদারকি সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’কে দেওয়া সাক্ষাৎকারে জানান, ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভার্বাল নোট বা সরকারিভাবে চিঠি পাঠানো হয়েছে।  বাংলাদেশে তাঁর বিচার হবে।

উল্লেখ্য, চলতি বছরের ৫ আগস্ট প্রবল ছাত্র আন্দোলন ও গণ-অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। সেই থেকে ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন তিনি। এর মধ্যে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি মামলায় হাসিনার গ্রেফতারির পরোয়ানা জারি করেছে। শেখ হাসিনা ছাড়াও পরোয়ানা জারি করা হয়েছে তাঁর প্রাক্তন উপদেষ্টা, মন্ত্রী, প্রাক্তন সেনা এবং বিভিন্ন বাহিনীর প্রধানদের বিরুদ্ধে। তাঁদের সকলের বিরুদ্ধেই গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড-সহ বেশ কিছু মানবতাবিরোধী অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি হাসিনাদের ট্রাইব্যুনালের সামনে হাজির করাতে বলা হয়। এরপর বাংলাদেশের তরফে ভারতের কাছে হাসিনাকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ গেল। উল্লেখ্য, ডিসেম্বর মাসে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি ঢাকা সফরের সময় শেখ হাসিনাকে নিয়ে আলোচনা হয়েছিল। তখন ভারতের পক্ষ থেকে বলা হয়, ভারতে শেখ হাসিনার উপস্থিতি দুই দেশের সম্পর্কে কোনও প্রভাব ফেলবে না।

প্রসঙ্গত, রবিবার হাসিনাকে oুত গ্রেফতারি জন্য বাংলাদেশ পুলিশকে ইন্টারপোলের সাহায্য নিতে নির্দেশ দেয় আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালত। বলা হয়, ইন্টারপোলের মাধ্যমে দ্রুত হাসিনার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করতে হবে। আর সেই মর্মে ইন্টারপোলকে আবেদন জানাক বাংলাদেশ পুলিশ। সরকারি আইনজীবী জানান, যুদ্ধাপরাধ আদালতের নির্দেশ মেনে ইতিমধ্যে ইন্টারপোলকে চিঠি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign up for our Newsletter