সোমবার থেকে মুর্শিদাবাদসহ জেলা সফরে মুখ্যমন্ত্রী

1 Min Read

প্রতিবেদক : ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সরকারি পরিষেবা প্রদানের কর্মসূচি নতুন বছর থেকেই শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী। সোমবার ২০ জানুয়ারি থেকে মুর্শিদাবাদ, মালদহ ও আলিপুরদুয়ার যাওয়ার সূচি রয়েছে তাঁর। সোমবার দুপুরেই পা রাখছেন মুর্শিদাবাদে। লোকসভা নির্বাচনের পরে সোমবার প্রথম নবাবের শহর মুর্শিদাবাদের লালবাগে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ওই দিন নবাব বাহাদুর ইনস্টিটিউশন এর মাঠে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা হওয়ার কথা। ওই সভা থেকে সরকারি পরিষেবা প্রদান করবেন তিনি। এরপর সোমবার বিকেলেই মালদহে চলে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বর শিকার সদ্য খুন হওয়া দুলাল সরকারের (বাবলা) বাড়ি যেতে পারেন তৃণমূল সুপ্রিমো। সেখানে গিয়ে নিহত নেতার পরিবারের সঙ্গে কথা বলবেন তিনি। মঙ্গলবার মালদহ থেকে আলিপুরদুয়ার যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর।

মুখ্যমন্ত্রীর জেলা সফরের খবর পেয়ে শুক্রবারই মুর্শিদাবাদে সভাস্থল পরিদর্শনে গিয়েছেন প্রশাসনের শীর্ষকর্তারা। মুখ্যমন্ত্রীর সভার মাঠ এবং হেলিপ্যাড চত্বর নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। যাতে নিরাপত্তায় ত্রুটি না থাকে সেজন্য বিভিন্ন জায়গায় সিসিটিভি লাগানো হয়েছে। জঙ্গিপুর, জিয়াগঞ্জ, বহরমপুর, লালবাগ, হরিহরপাড়াসহ একাধিক জেলায়র গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশি নজরদারি বাড়ানো হচ্ছে। সীমানায় চলছে নাকা তল্লাশি।

জেলা প্রশাসন সূত্রে খবর, মুর্শিদাবাদে প্রশাসনিক সভা থেকে নানা সরকারি পরিষেবা দেবেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদ জেলার জন্য নতুন কিছু প্রকল্পেরও উদ্বোধন করতে পারেন বলে আশাপ্রকাশ করেছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign up for our Newsletter