গ্রিনল্যান্ডের খনিজ সম্পদের দিকে নজর ট্রাম্পের

2 Min Read

ওয়াশিংটন: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প কয়েকবারই গ্রিনল্যান্ড দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি তিনি আবারও বলেছেন, আমেরিকা গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেবে। কারণ হিসেবে ‘অর্থনৈতিক নিরাপত্তার’ কথা উল্লেখ করেছেন তিনি। যদিও ডেনমার্কের এ স্বায়ত্তশাসিত অঞ্চলের কর্তৃপক্ষ ইতিমধ্যে বলে দিয়েছে, এ দ্বীপ বিক্রি হবে না।
উত্তর আমেরিকার সুদূর উত্তর-পূর্বে সুমেরু অঞ্চলে অবস্থিত বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড খনিজ সম্পদে সমৃদ্ধ। দ্বীপটির এ বিপুল সম্পদ অনেকের আগ্রহের জায়গা। তবে এর খনিজ সম্পদের বেশিরভাগ অব্যবহৃত অবস্থায় আছে। আমারক মিনারেলস নামের খনি কোম্পানির প্রধান নির্বাহী এলডুর ওলাফসন মনে করেন, গ্রিনল্যান্ডের প্রচুর খনিজ সম্পদ এখনও অব্যবহৃত থাকায় দ্বীপাঞ্চলটি একটি অতুলনীয় সুযোগ তৈরি করে দিয়েছে। পশ্চিমা বিশ্বের আগামী কয়েক দশকে যে পরিমাণ খনিজ সম্পদের প্রয়োজন হবে, তার সবটাই সরবরাহ করতে পারবে গ্রিনল্যান্ড। এমন সক্ষমতার ক্ষেত্রে এর ধারেকাছে কেউ নেই।
বিশেষজ্ঞরা মনে করেন, গ্রিনল্যান্ডের প্রচুর খনিজ সম্পদ এখনও অব্যবহৃত থাকায় দ্বীপাঞ্চলটি এক অতুলনীয় সুযোগ তৈরি করে দিয়েছে। পশ্চিমা বিশ্বের আগামী কয়েক দশকে যে পরিমাণ খনিজ সম্পদের প্রয়োজন হবে, তার সবটাই সরবরাহ করতে পারবে গ্রিনল্যান্ড। এমন সক্ষমতার ক্ষেত্রে এর ধারেকাছে কেউ নেই।
স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ। তবে গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ নিজস্ব প্রাকৃতিক সম্পদগুলোর ব্যবস্থাপনা নিজেরাই করে থাকে। বর্তমানে পুরো দ্বীপ এলাকায় মাত্র দু’টি সক্রিয় খনি আছে। বিরল মৃত্তিকা ধাতুর অষ্টম বৃহত্তম মজুত এ দ্বীপে। এ বিরল ধাতুগুলো মুঠোফোন থেকে শুরু করে ব্যাটারি ও বৈদ্যুতিক মোটর তৈরিতে ব্যবহৃত হয়। এ ছাড়া লিথিয়াম ও কোবাল্টের মতো অন্য গুরুত্বপূর্ণ ধাতুরও বিশাল মজুত এখানে। আছে তেল ও গ্যাসও। তবে দ্বীপটিতে নতুন খননকাজ নিষিদ্ধ করা হয়েছে। সেখানকার গভীর সমুদ্রে খননকাজ চালানোর অনুমতিও নেই। বর্তমান বিশ্বের ভূরাজনৈতিক পরিস্থিতিই গ্রিনল্যান্ডের প্রতি আগ্রহ বাড়াচ্ছে।
চিনে বিরল মৃত্তিকা ধাতুর সবচেয়ে বড় মজুতের অবস্থান রয়েছে। তাই পশ্চিমারা বিকল্প সরবরাহ নিশ্চিত করতে চায়। আর এ কারণে গ্রিনল্যান্ডের খনিজ সম্পদ অনুসন্ধানের প্রতি পশ্চিমা দেশগুলোর আগ্রহ ক্রমেই বাড়ছে। চিনও এখানে জড়াতে চায়, তবে এখানে তাদের উপস্থিতি সীমিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign up for our Newsletter