ঘটনার Up বিহারের নয় ঘটনা আমাদের পশ্চিমবঙ্গের…
ট্রেন নম্বর- 31918, সময়- সকাল 8.45। লোকাল ট্রেনে ভয়াবহ মবলিঞ্চিং এর শিকার রেজাউল ইসলাম ভাই। অল্পের জন্য হিন্দুত্ববাদীদের হাত থেকে বেঁচে ফিরলেন। আজ 4.2.2025 মঙ্গলবার, সকাল 8.45 গেঁদে-শিয়ালদা লোকালে বাড়ি ফিরছিলেন। সাথে কিছু লাগেজ ও ট্রলি ছিলো। লাগেজ বাঙ্কারের রেখেছিলেন।
রানাঘাট স্টেশন থেকে ট্রেনে প্রচুর ভিড় জমতে শুরু করে। সবাই ডেলি প্যাসেঞ্জার। উঠেই দাড়ি টুপি পরিহিত রেজাউল ভাইকে দেখে 10-12 জন অকথ্য ভাষায় সাম্প্রদায়িক উস্কানিমূলক গালাগাল শুরু করে। মোল্লাদের তাড়াতে হবে, এরা জঙ্গি, এদের ধরে ধরে পিটতে হবে, মেরে ফেলতে হবে ইত্যাদি ইত্যাদি।
রেজাউল ভাই কথা ধরলেই শুরু হয় প্রচন্ড মারধর। দাড়ি, টুপি,গলার হাজি রুমাল টেনে ছিঁড়ে দিয়েছে। চলতে থাকে কিল, ঘুসি,চড়। মাথার চুল, দাড়ির চুল টেনে ছিঁড়ে দিয়েছে। এরপর সিট থেকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে ট্রেন থেকে ফেলে দেবে। কিছু যাত্রীর বাঁধায় সেটা সম্ভব হয়নি।
বাকি সময়টা চলতে থাকে ইসলাম বিদ্বেষী কটুক্তি আর চুড়ান্ত মানসিক অত্যাচার। পায়রাডাঙা থেকে মদনপুর এই চার স্টেশনের মধ্যে ঘটনা ঘটে। রেল প্রশাসনের কাছে আবেদন করা হচ্ছে দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে। বিষয়টা সহজে ছাড়া হবেনা।
আগামীকাল শিয়ালদা GRP অফিসে ডেপুটেশন দেবার জন্য আলোচনা চলছে বলে সূত্রের খবর।