আগ্নেয়াস্ত্র-কার্তুজ সহ শিয়ালদহ থেকে গ্রেফতার যোগী রাজ্যের ৫ যুবক

2 Min Read

ওয়েব ডেস্কঃ  কলকাতার এক বেসরকারি আবাসিক হোটেল থেকে আগ্নেয়াস্ত্র সহ ভিন রাজ্যের ৫ যুবককে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ শাখা। জানা গিয়েছে, গোপন সূত্রে আগাম খবরের ভিত্তিতে  গত সোমবার সন্ধ্যায় শিয়ালদহের একটি আবাসিক হোটেলে হানা দিয়ে ওই ৫ যুবকের ব্যাগে তল্লাশি চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র, ১৫ রাউণ্ড গুলি এবং একটি ছুরি উদ্ধার করে কলকাতা পুলিশের বিশেষ শাখা।ব্যস্ততম শিয়ালদহ এলাকার হোটেল থেকে আগ্নেয়াস্ত্র সমেত ভিন রাজ্যের ৫ যুবকের ধরা পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে।

আগ্নেয়াস্ত্র সমেত ধৃত ৫ যুবকের গ্রেফতারি প্রসঙ্গে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে  কলকাতা পুলিশের যুগ্ম সিপি(ক্রাইম) রূপেশ কুমার জানান , ধৃতদের  নাম শিবশঙ্কর যাদব, রাহুল যাদব, আদিত্য মৌর্য, দেবাঙ্ক গুপ্ত এবং রুকেশ সাহানি৷ধৃতরা প্রত্যেকেই উত্তর প্রদেশের বাসিন্দা৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে ধৃত যুবকরা প্রত্যেকেই উচ্চ শিক্ষিত। কেউ বিটেক, কেউ এমটেক, এমকম, বিএসসি অথবা বিএ পাশ করেছে ধৃত ৫ যুবকের দল। যদিও আগ্নেয়াস্ত্র, কার্জুজ নিয়ে কেন তারা কলকাতায় এসেছে, তা ভাবাচ্ছে লালবাজারের দক্ষ পুলিশ কর্তাদেরও। বিটেক পাস করা রুকেশ সাহানি ওই দলের মাথা বলেও পুলিশ জানতে পেরেছে।

উল্লেখ্য, মুম্বই পুলিশের কাছ থেকে আগাম খবর পেয়েই শিয়ালদহ থেকে ওই ৫ যুবককে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার করা হয়েছে৷ কলকাতা পুলিশের পাশাপাশি ধৃতদের জেরা করতে মুম্বই পুলিশের একটি দলও কলকাতায় আসছে৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ৭ এমএম রিভলভার, একটি সিঙ্গল শাটার রিভলভার, ১৫ রাউন্ড গুলি এবং একটি ধারাল ছুরি।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত যুবকরা অস্ত্র রাখার কোনও বৈধ অনুমতিও দেখাতে পারেনি।  ধৃতদের বিরুদ্ধে অতীতে কোনও অপরাধমূলক রেকর্ড আছে কি না, তা জানতে উত্তরপ্রদেশের বিভিন্ন থানার সঙ্গেও যোগাযোগ করেছে কলকাতা পুলিশ৷ মঙ্গলবার ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign up for our Newsletter