ফের আইইডি বিস্ফোরণ, জম্মু-কাশ্মীরে নিহত দুই সেনা-জওয়ান

1 Min Read

শ্রীনগর, ১২ ফেব্রুয়ারি: ফের আইইডি বিস্ফোরণ জম্মু-কাশ্মীরে। বিস্ফোরণে দুই সেনা-জওয়ানের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে উপত্যকা রাজ্যের আখনুর সেক্টরে।

সূত্রের খবর, আখনুর সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছে টহল দিচ্ছিল সেনা-জওয়ানরা। আচমকাই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনায় এক উচ্চ পদস্থ অফিসার সহ দু’জন জওয়ান গুরুতর আহত হয়। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় দু’জনের। এক সেনা কর্তা বলেছেন, আহত এক জওয়ানকে চিকিৎসার জন্য স্থানীয় সেনা হাসপাতালে বিমানে করে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তিনি বিপদমুক্ত।

ভারতীয় সেনাবাহিনীর জম্মু-ভিত্তিক হোয়াইট নাইট কর্পস ইউনিট এক্স-এ জানিয়েছে, “আখনুর সেক্টরের লালিয়ালিতে ভাটলে টহলের সময় সন্দেহভাজন আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ঘটনায় দু’জন নিহত হয়েছেন। ওই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে সেনারা। নিহত দুই বীর সৈনিকের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।” এদিকে বিস্ফোরণের পর, নিয়ন্ত্রণ রেখা বরাবর তল্লাশি অভিযান চালানোর জন্য আরও সেনা মোতায়েন করা হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, জঙ্গিরাই ওই এলাকায় আইইডি লাগিয়ে রেখেছিল। তবে কোনও জঙ্গি সংগঠন এখনও পর্যন্ত ঘটনার দায় নেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign up for our Newsletter