ট্র্যাম্পের উস্কানি! গাজায় আবারও যুদ্ধ শুরুর হুঁশিয়ারি নেতানিয়াহুর

1 Min Read

ওয়েবডেস্ক:  গাজায় ফের রক্তগঙ্গার হুমকি! ট্রাম্পের লাগাতার উস্কানিমূলক কথাবার্তার পরফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় আবারও যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গাজার ভেতরে ও বাইরে সেনা জড়ো করার নির্দেশও দিয়েছেন নেতানিয়াহু। ইসরাইলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার চার ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ভিডিয়োবার্তা দেন নেতানিয়াহু। গাজা ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির প্রতি সমর্থন জানানও তিনি।


                                    হাইলাইটস

১) গত সোমবার হামাস জানিয়েছিল প্রতিশ্রুতি মতো আগামী শনিবার তিনজন ইসরাইলি বন্দিকে মুক্তি দেওয়া হবে না। ইসরাইল যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করার কারণেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছিল হামাসের পক্ষ থেকে।সেই জবাবের প্রেক্ষিতে নেতানিয়াহু জানান, বন্দি মুক্তি না দিলে গাজাতে রক্তের গঙ্গা বইবে। আর গাজার এমন রূপ দেবে যা যুগের অন্যতম  ভয়ঙ্কর রূপ হবে।

২) নেতানিয়াহুর দাবি, শনিবার দুপুরের মধ্যে হামাসের হাতে বন্দি ইসরাইলি নাগরিকদের মুক্তি দিতে হবে।

৩) হামাসের দাবি, ইসরাইল যুদ্ধবিরতি চুক্তির বেশ কিছু শর্ত লঙ্ঘন করেছে। শান্তিচুক্তির পরেও নেতানিয়াহুর সেনার গুলিতে মৃত্যু হয়েছে মজলুম ফিলিস্তিনিদের। আরও অভিযোগ, ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরতে বাধা দেওয়া হচ্ছে। এমনকী গাজায় ত্রাণ সাহায্য পৌঁছাতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ। এই পরিস্থিতিতে ইসরাইলি পণবন্দিদের মুক্তি দেওয়া আপাতত বন্ধ রেখেছে হামাস। যা নিয়ে সোমবার কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  এমনকি রীতিমতো প্ররোচনামূলক কথা বলছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign up for our Newsletter