ওয়েব ডেস্কঃ প্রয়াত অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। বুধবার লখনউয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। এ দিন ভোরে হাসাপাতালের তরফ থেকে জানানো হয় তাঁর অবস্থা সংকটজনক। এর কিছুক্ষণ পরেই তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। হাসপাতাল সূত্রে জানা গেছে, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার অযোধ্যার সরযূ নদীর ধারে শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে। আপাতত তাঁর মরদেহ লখনউ থেকে অযোধ্যায় নিয়ে যাওয়া হচ্ছে।
৩ ফেব্রুয়ারি তাঁকে এসজিপিজিআইতে ভর্তি করা হয়। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তাঁকে এইচডিইউ-এর নিউরোলজি ওয়ার্ডে ভর্তি করা হয়। আচার্য সত্যেন্দ্র দাসের মৃতদেহ অযোধ্যায় পাঠানো হয়েছে, যেখানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
গত বছরের ১৫ অক্টোবর, প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাসের অবস্থার অবনতি হলে তাঁকে পিজিআই-এর নিউরোলজি বিভাগে ভর্তি করা হয়। তাঁকে অযোধ্যা থেকে আনা হয়। নিউরোলজি বিভাগের ডাঃ প্রকাশ চন্দ্র পান্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছিল। তাঁর স্নায়বিক পরীক্ষা করা হয়। তাঁর অবস্থা সঙ্কটজনক ছিল। বেশ কয়েকদিন চিকিৎসার পর তাঁকে অযোধ্যায় ফিরিয়ে নেওয়া হয়। এরপর ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি হয়।
রবিবার গভীর রাতে সত্যেন্দ্র দাসের অবস্থার আবারও অবনতি হয়। হঠাৎ করেই তাঁর রক্তচাপ বেড়ে যায়। এর পর তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে লখনউতে নিয়ে যেতে বলা হয়। এরপরই তাকে লখনউতে নিয়ে আসা হয়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৪ ফেব্রুয়ারি হাসপাতালে পৌঁছে আচার্য সত্যেন্দ্র দাসের স্বাস্থ্যের খোঁজখবর নেন। তিনি চিকিৎসকদের সঙ্গে চিকিৎসার অগ্রগতি নিয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।