পাহেলগাঁও হামলা একটি বিভীষিকাময় অধ্যায়ের ইতিহাস হয়ে থাকবে।
আজ হৃদয় ভেঙে যায়, কলম কাঁপে, পাহেলগাঁওর শান্ত পাহাড় আর সবুজ উপত্যকা আজ রক্তরঞ্জিত। যেখানে শোনা যেত পাখির, সেখানে আজ কান্নার সুর। নিষ্পাপ মানুষ, যারা শুধুই জীবনের ক্ষুদ্র খুশিগুলো খুঁজতে বেরিয়েছিল, তারা আর ফিরে আসবে না।
এই কাপুরুষোচিত হামলা শুধু মানুষকে কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছে বিশ্বাস, কেড়ে নিয়েছে নিরাপত্তা, কেড়ে নিয়েছে ভালোবাসার আশ্বাস। শিশুদের হাসি থেমে গেছে, মায়েদের কোল আজ শূন্য, বাবার চোখে শুধু বিস্ময় আর অসহায়তা। কত স্বপ্ন ভেঙে চূর্ণ হয়ে গেল, কত পরিবার রাতারাতি অন্ধকারে ডুবে গেল।
আমরা শুধু প্রশ্ন করি—কেন? কার জন্য এই নিষ্ঠুরতা? এই রক্তপাত কি কখনো শেষ হবে? নাকি পাহাড়ের গা বেয়ে নেমে আসবে আরও কান্না, আরও মৃত্যু?
এই দুঃখের ভাষা নেই, শুধু আছে এক অসীম শূন্যতা।
গভীর সমবেদনা জানায় নিহতদের পরিবার পরিজনের প্রতি । দ্রুত সুস্থতা কামনা করি আহতদের।
আর প্রার্থনা করি—এই যন্ত্রণার যেন একদিন অবসান ঘটে।
“যুব মিলন ফাউন্ডেশন” (Y.M.F)
