ডেলি বাংলা সংবাদ: রাজ্য জুড়ে শুরু হয়েছে অষ্টম দুয়ারে সরকার কর্মসূচী। রাজ্যের মানুষের কাছে সরকারি নানা আর্থসামাজিক প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিষেবার সূচনা করেন। এখনও অবধি রাজ্যে ৭টি দুয়ারে প্রকল্পের কর্মসূচী আয়োজিত হয়েছে। তাতে মোট ৫.৬৬ লক্ষটি শিবির আয়োজিত হয়েছে। পরিষেবা পেয়ে লাভবান হয়েছেন ৮.১০ কোটি মানুষ। এবার এদিন থেকে শুরু হচ্ছে অষ্টম দুয়ারে সরকার কর্মসূচী।
এদিন অর্থাৎ ১৫ ডিসেম্বর থেকে শুরু করে এই কর্মসূচী চলবে আগামী ৩১ জানুয়ারি অবধি। রাজ্য সরকারের যাবতীয় আর্থসামাজিক প্রকল্পের আবেদনপত্র নেওয়ার কাজ চলবে এদিন থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত। এটি প্রথম পর্যায় হিসাবে চিহ্নিত হয়েছে। দ্বিতীয় পর্যায়ে পরিষেবা প্রদান করা হবে ২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি অবধি। পরিযাযী শ্রমিকদের জন্য রাজ্য সরকার যে কর্মসাথী প্রকল্প চালু করেছে সেই প্রকল্পকে বাড়তি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।