ডেলি বাংলা সংবাদ: কোভিশিল্ড নিয়ে বিতর্কের মধ্যেই রাতারাতি করোনার ভ্যাকসিন সার্টিফিকেট থেকে উধাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি! এখন ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করতে গেলে দেখা যাচ্ছে সার্টিফিকেটে সবটাই রয়েছে। তবে নেই মোদির ছবি। সোশাল মিডিয়ায় একাধিক নেটিজেনের তেমনটাই দাবি। নেটিজেনদের ধারণা, এই বিতর্কের জেরেই ভ্যাকসিন সার্টিফিকেট থেকে মোদির ছবি সরানো হয়েছে। তবে স্বাস্থ্যমন্ত্রকের বক্তব্য, কোভিশিল্ড বিতর্কের জেরে নয়। ভ্যাকসিন সার্টিফিকেট থেকে মোদির ছবি সরানো হয়েছে কারণ দেশে নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়ে রয়েছে।
উল্লেখ্য, অ্যাস্ট্রোজেনেকা সম্প্রতি এক আইনি লড়াইয়ে ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার কথা মেনে নিয়েছে৷ জানা গেছে, জেমি স্কট নামে জনৈক এক ব্যক্তি বহুজাতিক এই ফার্মাসিউটিক্যাল এবং বায়োটেকনোলজি কোম্পানির বিরুদ্ধে গত বছর প্রথম এক মামলা দায়ের করেন। স্কট তাঁর অভিযোগে উল্লেখ করেন যে, ২০২১ সালে এপ্রিল মাসে করোনা প্রতিরোধে অ্যাস্ট্রোজেনেকার প্রতিষেধক নেওয়ার পর থেকেই শারীরিকভাবে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হন তিনি। পঞ্চাশটির বেশি মামলা করা হয়েছে সংস্থার বিরুদ্ধে। অবশেষে প্রথমবারের মতো ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রোজেনেকা স্বীকার করেছে যে, তাদের তৈরি করা করোনা টিকায় পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে।