ফিলিস্তিনের গাজা উপত্যকায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করছে ইসরাইল। কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মার্ক ওয়েন জোনস এই দাবি করেছেন। ওয়েন জোনস বলেন, গাজায় এআইয়ের সাহায্যে গণহত্যা চালানো হচ্ছে। যুদ্ধে এই প্রযুক্তি ব্যবহার করা হবে কি না তা নিয়ে আওয়াজ তুলতে হবে। মূলত ডেটাবেস ব্যবহার করে এআইয়ের সাহায্য এই নিধনযজ্ঞ চলছে।
তিনি আরও বলেন, তারা এআই-সহায়তা নিয়ে গণহত্যা চালাচ্ছে, যুদ্ধে এআই ব্যবহার বন্ধ করার আহ্বান জানানো দরকার। রাষ্ট্রসংঘের মানবাধিকার ও সন্ত্রাসবাদবিরোধী বিশেষ দূত বেন সাউল বলেন, আমরা বিভিন্ন প্রতিবেদন থেকে জানতে পেরেছি ইসরাইল প্রতি হামাস সদস্যের জন্য ৫ থেকে ১০ জন ফিলিস্তিনি বেসামরিককে হত্যার অনুমতি দিচ্ছে। যদি তা সত্য হয় তবে এটা যুদ্ধাপরাধের শামিল হবে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রকের সবশেষ তথ্য অনুযায়ী, গাজায় ইসরাইলি হামলায় প্রায় ৩৩ হাজার মানুষ নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি।