ওয়েবডেস্ক: উদ্ধারে গিয়ে নিজেদের তিন জিম্মিকে গুলি করে হত্যা করল ইহুদি সেনা। ভুলবশত এই ঘটনা ঘটেছে বলে বিবৃতি দিয়েছে ইসরাইল প্রতিরক্ষা বাহিনী।
ইসরাইলি প্রতিরক্ষাবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাড. ড্যানিয়েল হাগারি বিষয়টি নিশ্চিত করে জানান, ভুলবশত ইসরায়েলি সৈন্যরা জিম্মিদের দিকে গুলি চালালে ওই ৩ জন নিহত হন। নিহতরা হলেন, ইয়োতাম হাইম (২৮), সামের তালালকা (২২) ও অ্যালন শামরিজ (২৬)।
হাগারি বলেন, শুক্রবার সকালে ঘটে যাওয়া ঘটনার জন্য আইডিএফ দুঃখ প্রকাশ করছে এবং এ ঘটনার সম্পূর্ণ দায় নিচ্ছে আইডিএফ। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। এঘটনাকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘অসহনীয় ট্র্যাজেডি’ উল্লেখ করে গভীর দুঃখ প্রকাশ করেছেন। নেতানিয়াহু এক্স হ্যান্ডেলে লিখেছেন, ইসরাইলের সকল জনগণের পাশাপাশি আমি গভীর দুঃখের সঙ্গে মাথা নত করছি যে, আমাদের তিন প্রিয় সন্তান যাদের অপহরণ করা হয়েছিল, তাদের মধ্যে ইয়োতাম হাইম এবং সামের ফুয়াদ আল-তালালকা, তাদের মৃত্যুতে শোক প্রকাশ করছি।