টোকিয়ো, প্রজনন হার বাড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে জাপান সরকার। কিন্তু তা সত্ত্বেও জাপানের স্থানীয় জনসংখ্যা প্রতি ঘণ্টায় প্রায় ১০০ জন করে কমছে। জনসংখ্যা বাড়ানোর জন্য দেশটির সরকার নাগরিকদের বিয়ে ও স্মার্ট পরিবার গঠনের জন্য উৎসাহিত করছে। এবার জনসংখ্যা বাড়ানোর লক্ষ্য নিয়ে একটি ডেটিং অ্যাপ চালু করছে সরকার। জাপানের স্বাস্থ্য ও শ্রম বিভাগের পরিসংখ্যান বলছে, গত বছর ১২ কোটি ৩৯ লক্ষ জনসংখ্যার দেশটিতে মাত্র ৭ লক্ষ ২৭ হাজার ২৭৭ জন শিশুর জন্ম হয়েছে যা তার আগের বছরের চেয়ে কম। কোনও দেশের জনসংখ্যা স্থিতিশীল রাখার জন্য অবশ্যই সেই দেশের একেকজন মায়ের গড়ে ২ দশমিক ১ জন করে শিশু জন্ম দেওয়ার প্রয়োজন। এর চেয়ে কম হলে দেশের জনসংখ্যা কমতে থাকবে, আর বেশি হলে বাড়তে থাকবে। জাপানের জনসংখ্যা কমে যাওয়ার সমস্যাটি সাম্প্রতিক সময়ে আরও গুরুতর হয়ে উঠেছে। কারণ, প্রতি বছরই দেশটিতে মৃত্যুবরণ করা মানুষের সংখ্যা শিশু জন্মের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। এর ফলে দেশটির জনসংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। ইতিমধ্যে এর প্রভাব পড়েছে দেশটির শ্রমশক্তি, অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রে। ২০২৩ সালে জাপানে ১৫ লক্ষ ৭০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। অর্থাৎ, গত বছর দেশটিতে মৃত্যুবরণ করা মানুষের সংখ্যা জন্ম নেওয়া শিশুদের তুলনায় দ্বিগুণের বেশি ছিল।