ইসলাম বিরোধী বই লিখতে গিয়ে ইসলাম গ্রহণ জোরাম ভ্যান ক্ল্যাভারেনের

2 Min Read

ইসলাম বিরোধী বই লিখতে গিয়ে ‘ইসলাম’ গ্রহণ ডাচ এমপির। নাম জোরাম ভ্যান ক্ল্যাভারেন। শুরুর জীবনে চরম ইসলাম বিদ্বেষী ছিলেন তিনি। ইসলাম ও নবী মুহাম্মদ সা:-কে কথায়  কথায় আক্রমণ করা ছিল তার স্বভাবজাত । নেদারল্যান্ড তথা বিশ্ব থেকে ইসলাম ধর্ম মুছে ফেলার সংকল্প করেছিল ক্ল্যাভারেন। লিখতে শুরু করেছিল ইসলাম বিরোধী বই ।

ইসলাম বিরোধী বই লিখতে গিয়েই  একটা পর্যায়ে ‘ইসলাম’ গ্রহণ করেন ক্ল্যাভারেন।  বলা বাহুল্য, উগ্র ডানপন্থী নেতাদের মধ্যে একজন ছিলেন তিনি। বিভিন্ন মুসলিম বিরোধী মিছিলে অন্যতম ‘হোতা’ ছিলেন। জানা গেছে, ২০১৮ সালে ইসলাম গ্রহণ করেছিলেন ক্ল্যাভারেন।

বর্তমানে নেদারল্যান্ডসের রটারডামের ইসলাম এক্সপেরিয়েন্স সেন্টারের অন্যতম বোর্ড মেম্বার তিনি। সংবাদমাধ্যমের দেওয়া একটি সাক্ষাৎকারে ক্ল্যাভারেন জানান, দেশ তথা বিশ্ব থেকে ইসলাম’কে মুছে ফেলার সংকল্প করেছিলাম। ইসলাম ধর্ম সম্বন্ধে জানতে পবিত্র ধর্মগ্রন্থ ‘কুরআন’ পড়তে শুরু করেছিলাম।  যখনই অনুবাদকৃত কুরআন ও নবী সা. হাদিস পড়তাম মনে  আলাদা শান্তি অনুভব করতাম।

ধীরে ধীরে ‘আল্লাহ’ ও নবী সা. প্রতি আকৃষ্ট হয়। সবই আল্লাহর ইচ্ছা। তারপরেই ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নি। বর্তমান সময়ে পুরো বিশ্বে ইসলাম ধর্ম’কে ভিন্ন ভাবে উপস্থাপন করা হচ্ছে। নানা কৌশলে ইসলামোফোবিয়া মননে গেঁথে দেওয়া হচ্ছে। এদিন তিনি আরও বলেন, মুসলিম বিদ্বেষ ছড়াতে আমি জীবনের ১২ টি বছর নষ্ট করেছি। এবার বাকি জীবন ইসলাম সম্প্রসারণে কাজে লাগাবো। পিভিভি (ফ্রিডম পার্টি)-তে থাকাকালীন তার ইসলাম বিরোধী কার্যকলাপের জন্য অনুতপ্ত কিনা?

এই প্রশ্নের উত্তরে  ক্ল্যাভারেন জানান,  অতীতে আমি যা করেছি, তার জন্য অনুতপ্ত। আল্লাহর কাছে শুকরিয়া জানায়,তিনি আমার মতো অধম’কে সঠিক পথ প্রদর্শন করে,  ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় দিয়েছেন। উল্লেখ্য, পিভিভির রাজনীতিক হিসেবে কাজ করার সময় ইসলামের কট্টর সমালোচক ছিলেন ক্ল্যাভারেন । ইসলাম ধর্মকে  ‘মিথ্যা’ এবং কুরআন’কে ‘বিষ’ বলে আখ্যায়িত করেছিলেন। এদিন ক্ল্যাভারেন জানান পিভিভির কাজ হচ্ছে ইসলামের নামে মিথ্যাপ্রচার করা। তবে এক এক করে পিভিভি অনেকেই ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign up for our Newsletter