তান্ত্রিকের পরামর্শে মুরগির ছানা গিলে মৃত যুবক!

1 Min Read

রাইপুর, ১৭ ডিসেম্বরঃ তান্ত্রিক পরামর্শ দিয়েছিল, জ্যান্ত মুরগির ছানা গিলে খেলেই সে সন্তানের পিতা হতে পারবে। সেইমতো মুরগির ছানা গিলে খায় ৩৫ বছরের ওই যুবক। আর পরিণতি যা হওয়ার সেটাই হল। বেঘোরে মৃত্যু হল তার। মৃত যুবকের নাম আনন্দ যাদব। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ছত্তিশগড়ের অম্বিকাপুরের এক গ্রামে। তবে আশ্চর্যের বিষয় হল, যুবকের মৃত্যুর পর ময়নাতদন্তে তাঁর পেট থেকে বের হয় সেই মুরগির ছানা। যা যুবকের পেটের মধ্যে বহাল তবিয়তে জ্যান্ত ছিল।

সূত্রের খবর, তান্ত্রিকের পরামর্শেই এই কাণ্ড ঘটান যুবক। তাঁর পরিবারের দাবি, স্নান সেরে বের হওয়ার পরই অসুস্থবোধ করেন আনন্দ। কিছুক্ষণের মধ্যেই অচৈতন্য হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয়  স্থানীয় হাসপাতালে।

তবে কী কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে তা তখনও জানা যায়নি। মৃত্যুর কারণ জানতে যুবকের দেহ ময়নাতদন্ত করেন চিকিৎসকরা। তখনই স্পষ্ট হয় গোটা ঘটনা। দেখা যায় ২০ সেন্টিমিটার দৈর্ঘের একটি মুরগির ছানা গিলে ফেলেছিলেন আনন্দ। যা তাঁর শ্বাসনালি ও খাদ্যনালি আটকে দিয়েছিল। যার জেরেই এই মৃত্যু। যুবকের পেট থেকে জীবন্ত অবস্থাতেই বের করে আনা হয় মুরগির ছানাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign up for our Newsletter