ডেলি বাংলা সংবাদ: টপ টেনে ৪ মুসলিম পড়ুয়া। তাঁদের মধ্যে উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন আফরিন মণ্ডল। ৪৯১ পেয়েম ষষ্ঠ স্থান অধিকার করেছেন তিনি। মোট ৯৮.২ শতাংশ পেয়েছেন আফরিন মণ্ডল। মেমারি ভি এম ইন্সটিটিউশন-পূর্ব বর্ধমান স্কুলের ছাত্রী আফরিন।
অন্যদিকে সপ্তম স্থান-মুহাম্মদ সাহিদ-প্রাপ্ত নম্বর-৪৯০ (আরামবাগ হাই স্কুল)-হুগলি। নবম স্থান-বিতান আহমেদ-প্রাপ্ত নম্বর-৪৮৮-সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষামন্দির-(দঃ ২৪ পরগনা/সরিষা), দশম হয়েছেন তৌফিক মাহমুদ প্রাপ্ত নম্বর ৪৮৭-রহিমপুর নবগ্রাম হাই স্কুল-(হুগলি)।
শুক্রবার প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। পরীক্ষার ৬৯ দিন পর ফল প্রকাশ হল। এবছর পাশের হার ৯০ শতাংশ। বুধবার দুপুর ১ টা নাগাদ সংসদ আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করল। এবছর পরীক্ষায় নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৫৫ হাজারের বেশি পরীক্ষার্থী। ছাত্রীর সংখ্যা বেশি। ছেলেদের পাশের হার ৯২.৩২। মেয়েদের পাশের হার ৮৮.১৮ শতাংশ। ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে মাত্র ৮৩৩১ জন।