ডেলি বাংলা সংবাদ: হাইকোর্টের ভুয়ো
বিচারপতির সাজা ঘোষণা করলেন
বিচারক। ভুয়ো আই কার্ড বানিয়ে নিজেকে বিচারপতি হিসেবে পরিচয় দেওয়া ওই ব্যক্তিকে এদিন দোষী সাব্যস্ত করেন দক্ষিণ দিনাজপুর জেলা আদালতেরবিচারক। জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লক
এলাকার বাসিন্দা চন্দন মোহন্ত। তিনি নিজেকে হাইকোর্টের বিচারপতি বলে পরিচয় দিয়ে
চাকরি পাইয়ে দেবার নাম করে বিভিন্ন চাকরি-প্রার্থীদের কাছ থেকেটাকা তোলেন। এদিন বিচারক তাকে দোষী সাব্যস্ত করেন।
বিচারক তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করেন।
অনাদায়ে আরও এক বছরের
কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন দক্ষিণ
দিনাজপুর জেলা আদালতের
বিচারক। এ বিষয়ে দক্ষিণদিনাজপুর জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত
চক্রবর্তী বলেন ‘২০২০ সালের
জুলাই মাসের ২৬ তারিখে
গঙ্গারামপুর মহকুমা শাসকের দপ্তরের এক আধিকারিক অভিযুক্ত চন্দন মন্ডলের বিরুদ্ধে হাইকোর্টের ভুয়ো বিচারপতির পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ দায়ের করেন।তিনি একটি ভুয়ো আই কার্ড দেখিয়ে নিজেকে হাইকোর্টের বিচারপতি বলে পরিচয় দিয়েছিলেন। সেই ঘটনায় হরিরামপুর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে দীর্ঘদিন ধরে ওই মামলাটি দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের ফাস্ট কোর্টের বিচারক সন্তোষ পাঠকের এজলাসে চলার পর এদিন অভিযুক্ত কে দোষী সাব্যস্ত করেন বিচারক। ‘