1 Min Read

পশ্চিম বাংলার কাদেরিয়া খানদানের পীর এস এম আলকাদরী বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিট নাগাদ কলকাতার এসএসকেএম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাহি রাজেউন) আমরা তো আল্লাহরই এবং আল্লাহর কাছে আমরা ফিরে যাব।

এস এম আলকাদরী সাহেব ছিলেন পশ্চিমবঙ্গ মাইনোরিটি কমিশনের সদস্য। শরীর অসুস্থ থাকা অবস্থাতেও তিনি কর্তব্যের টানে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করতেন। বেশ কিছু বছর ধরে তিনি বোলপুরে তাঁর একটি খানকাহ স্থাপন করেছেন এবং সেখান থেকে তিনি ইসলামের তাওহীদের বাণী প্রচার করতেন এবং নানা ধরনের সমাজসেবামূলক কাজে অংশ নিয়েছিলেন। তাঁদের পূর্বপুরুষ বাগদাদ থেকে বাংলায় এসেছিলেন।

৩০ নম্বর আবদুল হালিম লেনে ছিল তাঁদের পারিবারিক খানকাহ। জনাব এস এম আলকাদরী আরবি, ফারসিতে সুপন্ডিত ছিলেন। তাঁকে একজন জ্ঞানী আলেম হিসেবে লোকে জানত।

এস এম আলকাদরী মৃত্যুতে পশ্চিমবঙ্গ মাইনোরিটি কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান গভীর শোক প্রকাশ করেছেন। এক বার্তায় তিনি বলেছেন, আল্লাহ তাঁর মাগফেরাত করুন, তাঁকে জান্নাতে স্থান দিন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করেছেন।

বোলপুরে এস এম আলকাদরী সাহেবের জানাযা ও দাফনে অসংখ্য অনুরাগী অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign up for our Newsletter