সংসদ ভবনের সামনে আত্মহত্যার চেষ্টা যুবকের! সুইসাইড নোটে ‘পুলিশ মুর্দাবাদ’ লেখা

1 Min Read

ওয়েবডেস্ক: মামলার পর মামলা! হচ্ছে না ন্যায় বিচার। পুলিশের কর্মকাণ্ডে  বিরক্ত! সংসদ ভবনের সুম্মুখে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা ব্যক্তির। বুধবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিল্লির সংসদ সংলগ্ন রেল ভবনের সন্নিকটে।

জানা গেছে, যুবকের নাম জিতেন্দ্র কুমার। উত্তরপ্রদেশের বাগপতের বাসিন্দা তিনি। এদিন ঘটনাস্থল থেকে দুপাতার একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। যদিও সেই নোটের অর্ধেক পুড়ে গিয়েছে। উদ্ধার হওয়া বাকি অংশে ‘পুলিশ মুর্দাবাদ’ লেখা ছিল। এমনকি দলিতদের প্রতি বঞ্চনা ও অপমানের কথাও সেখানে উল্লেখ ছিল।

পুলিশ সূত্রে খবর, ওই যুবকের শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছে। বাঘপতে তাঁর বিরুদ্ধে ৩টি মামলা দায়ের হয়েছে ৷ সঠিক বিচার তো দূরের কথা পুলিশ ঠিক করে মামলাগুলির তদন্ত পর্যন্ত করছেন না ৷ যার জেরে বিচারে বিলম্ব ঘটছে। যা তাঁর দৈনন্দিন জীবনে খুব বাজে ভাবে প্রভাব ফেলছে। তার জেরেই এমন সিদ্ধান্ত।

এক দল প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ‘সংসদ ভবনের সামনের একটি পার্কে বসে গায়ে পেট্রল ঢেলে আগুন ধরান তিনি। এর পর জ্বলন্ত অবস্থাতেই সংসদ ভবনের দিকে ছুটতে শুরু করেন।  বিষয়টি ঠাহর করতে পেরেই সঙ্গে সঙ্গে তাঁকে বাঁচাতে ছুটে যান সেখানে উপস্থিত রেল পুলিশ ও স্থানীয় থানার পুলিশের কর্তব্যরত কর্মী ও আধিকারিকরা। ছুটে আসেন আশপাশে থাকা সাধারণ মানুষজনও। সকলের প্রচেষ্টায় তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign up for our Newsletter