খোলা বাজারে মুরগির মাংস বিক্রিতে জারি হতে চলেছে নিষেধাজ্ঞা

1 Min Read

প্রতিবেদক : রাস্তার ওপর লোহার খাঁচায় রাখা মুরগিকে জবাই করে বিক্রির দিন এবার শেষ। পথের মধ্যেই রক্তমাখা মুরগির মাংস দাঁড়িপাল্লায় ওজন করা আর যাবে না। এবার আর খোলা বাজারে আর বিক্রি করা যাবে না মুরগির মাংস। এই বিষয়ে খুব শীঘ্রই নির্দেশিকা জারি করতে চলেছে কলকাতা পুরসভা।

খোলা বাজারে মুরগির মাংস বিক্রি নিয়ে একাধিক সমস্যা তৈরি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই বিষয় নিয়ে আলোচনা হল কলকাতা পুরসভায়। শুক্রবার এই বিষয় নিয়ে আলোচনার খোলা বাজারে মুরগির মাংস বিক্রির বিষয়টি উত্থাপন করেন বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিত।

তিনি বলেন, মাংস খোলা বাজারে বিক্রি হওয়ায় দুর্গন্ধ ও মশার উপদ্রব বাড়ছে। এর প্রতিকারে ব্যবস্থা নিতে আবেদন জানান বিজেপি কাউন্সিলর। মুরগির মাংস ছাড়া অন্য মাংস বিক্রির দোকান অনেক পরিচ্ছন্ন থাকে। নির্দিষ্ট জায়গায় ঢাকা দেওয়া জায়গায় অন্য মাংস বিক্রি হয়ে থাকে। কিন্তু মুরগির মাংস নিয়ে রাস্তায় বসে পড়া কোনোভাবে আটকানো যায়নি আগে।

এদিন পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ জানান, খোলা বাজারে মুরগির মাংস বিক্রি নিয়ন্ত্রণ করা হবে। মীনা দেবী পুরোহিতের ওয়ার্ডে খোলা বাজারে মুরগির মাংস বিক্রির সমস্যা এক সপ্তাহের মধ্যে সমাধান করা হবে বলে জানিয়ে দেন অতীন ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign up for our Newsletter